প্রধানমন্ত্রীর আন্তরিকতার প্রতি চট্টগ্রামবাসী কৃতজ্ঞ

মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ ডিসেম্বর, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী যেসব প্রকল্প বাস্তবায়ন করেছেন তাতে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বলসহ সারাদেশের অর্থনৈতিক কার্যক্রম আরো গতিশীল হবে। এই উন্নয়নের ধারায় দেশ এগিয়ে যাচ্ছে। কোনো অপশক্তি উন্নয়নের ধারাকে নস্যাৎ করতে পারবে না। জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার প্রতি চট্টগ্রামবাসী কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটবে আগামী ৪ ডিসেম্বরের পলোগ্রাউন্ডের জনসভায়।

গতকাল বুধবার বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠের জনসভা সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল কমির চেনধুরী।

এতে আরো বক্তব্য রাখেন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নীলু নাগ, মহানগর মহিলা আওয়ামী লীগ সহ সভাপতি মমতাজ খান, ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আলম। উপস্থিত ছিলেন চসিক সংরক্ষিত কাউন্সিলর হুরে আরা বিউটি, তসলিমা নুরজাহান রুবি, শাহীন আক্তার রুজি, আনজুমান আরা, সেলিম উদ্দিন, মালেকা চৌধুরী, হাসিনা আক্তার টুনু, জোহরা বেগম, কান্তা ইসলাম মিনু, জেনিফার আলম, ফারজানা শিরিন মুন্নি, আফরোজা, শারমীন ফারুক, রোকসানা আক্তার, কামরুন নাহার বেবী, জেবুন নেসা চৌধুরী, পায়রা বেগম, আয়েশা আলম, আয়েশা সিদ্দিকা প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে মেয়র বলেন, বঙ্গবন্ধু টানেল নির্মাণের ফলে চট্টগ্রামের গুরুত্ব বিশেষ করে নগরীর গুরুত্ব অনেক বেড়ে যাবে। নগরীতে জনসংখ্যার আধিক্যের কারণে নগর সম্প্রসারণের যে পরিকল্পনার ছিল তা সুগম হলো এই টানেলের মাধ্যমে। কর্ণফুলীর দক্ষিণ তীরে নগর সম্প্রসারণ হলে নগর ওয়ান সিটি টু টাউনে রূপান্তর করতে সামর্থ্য হবে। তিনি ৪ ডিসেম্বরের জনসভা নিয়ে চসিকের প্রস্তুতি সম্পর্কে বলেন, মাঠের প্রবেশ মুখসহ সিআরবি হয়ে পলোগ্রাউন্ড সড়ক ও সন্নিহিত এলাকা সিসি ক্যামেরার আওতায় আনয়ন, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, দুটি মেডিকেল ক্যাম্প স্থাপন ও দুটি অ্যাম্বুলেন্সের সংস্থান করার পাশাপাশি নগরীর গুরত্বপূর্ণ রাস্তা সমূহের সড়কবাতি মেরামত ও সংযোজন, বিশেষ করে মাঠের চারপাশে ও সন্নিহিত এলাকায় ফ্লাইড লাইট দ্বারা আলোকায়ন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব এইডস দিবস আজ
পরবর্তী নিবন্ধবারইপাড়া খাল খনন শেষ হলে ঝিল তৈরি করা হবে : মেয়র