প্রথম জয়ের দেখা পেল শহীদ শাহজাহান সংঘ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম ছয় রাউন্ডের সবকটি ম্যাচেই হেরেছিল শহীদ শাহজাহান সংঘ। বিরতির পর শুরু হওয়া সপ্তম রাউন্ডের ম্যাচটি ছিল দলটির জন্য প্রধান ভরসা। অবশেষে সে ম্যাচেই লিগে নিজেদের প্রথম জয়ের দেখা পেল শাহজাহান সংঘ। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১৪ রানে হারিয়েছে শহীদ শহাহান সংঘ। এবারের লিগের শিরোপা লড়াইয়ের পাশাপাশি রেলিগেশন লিগটাও বেশ জমে উঠেছে। গতকাল টসে জিতে ব্যাট করতে নাম শাহজাহান সংঘ। ২ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৮৭ রান যোগ করেন আবদুল্লাহ হানিফ এবং শাহাদাত হোসেন। ৫৩ রান করে ফিরেন আবদুল্লাহ হানিফ। তৃতীয় উইকেটে শাহাদাত হোসেন এবং আবদুল কাদের রাসেল মিলে যোগ করেন আরো ৭৫ রান। আর তাতেই বড় স্কোর গড়ার পথে এগিয়ে যায় শাহজাহান সংঘ। ৫৭ রান করে ফিরেন শাহাদাত। এরপর রাসেল ফিরেন ৫০ রান করে। দলের টপ অর্ডারের তিন ব্যাটার হাফ সেঞ্চুরি তুলে নেওয়ায় পরের ব্যাটাররা আরো ভাল করার সুযোগ থাকলেও তারা সেটা পারেনি। ফলে ৪ বল বাকি থাকতে অল আউট হয় শাহজাহান সংঘ। দলের পক্ষে শেষ দিকে শাহানুর ১৬, নবীন ৩২ এবং সাদমান করেন ১৬ রান। আর তাতে শহীদ শাহজাহান সংঘের সংগ্রহ দাড়ায় ২৪৮ রান। মোহামেডানের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন শাহাদাত হোসেন। ২০ রানে ৩টি উইকেট নিয়েছেন সাকলাইন সজিব। ২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ রানে প্রথম উইকেট হারায় মোহামেডান। ২০ রান করে ফিরেন আবদুল্লাহ জিসান। ৭২ রানের মাথায় ২৩ রান করে ফিরেন সাকলাইন সজিব। এরপর একপ্রান্ত আগলে রেখে লড়া্‌ই করেন রুবায়েত খান। কিন্তু অপর প্রান্তে দ্রুত ফিরেন ২৩ রান করা ইশতিয়াক এবং ৪ রান করা শাহাদাত হোসেন। পঞ্চম উইকেটে তানভীল সাদাতের সাথে ৬৭ রান যোগ করে মোহামেডানকে জেতানোর স্বপ্ন দেখাচ্ছিলেন রুবায়েত খান। কিন্তু ৪৯ রান করে তানভীর সাদাত ফেরার মাধ্যমে এজুটি ভাঙলে আর ঘুরে দা্‌ড়াতে পারেনি মোহামেডান। দলকে ২৩১ রানে পৌছে দিয়ে ফিরেন রুবায়েত খান। ফিরে আসার আগে ৮৬ বলে ৭১ রানের চমৎকার ইনিংস খেলে আসেন রুবায়েত। কিন্তু নির্ধারিত ৫০ ওভারে ২৩৪ রান করে অল আউট হয় মোহামেডান। আর তাতে ১৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। আরো একবার জয়ের সম্ভাবনা জাগিয়েও ফিরেছে দলটি হার নিয়ে। শেষ দিকে ১৯ রান করেন আরমান। শহীদ শাহজাহান সংঘের পক্ষে ৩৪ রানে ৪টি উইকেট নেন নবীন ইসলাম। ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন আফফান মাহবুব। ২টি উইকেট নিয়েছেন শাহানুর রহমান।

আজকের ম্যাচে ইস্পাহানী এসসি এবং ফ্রেন্ডস ক্লাব পরষ্পরের মোকবলা করবে। খেলাটি শুরু হবে সকাল ৯টায়।

পূর্ববর্তী নিবন্ধসাকিবকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্প
পরবর্তী নিবন্ধজব্বারের বলী খেলার উৎসবমুখর র‌্যালি