জব্বারের বলী খেলার উৎসবমুখর র‌্যালি

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

আবদুল জব্বার বলী খেলার ১১৫ তম আসর বসছে আগামীকাল । এরই মধ্যে এই বলী খেলাকে ঘিরে চট্টগ্রামে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। আর সে উৎসবকে আরো বাড়িয়ে দিতে গতকাল মঙ্গলবার বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। রং বেরঙের ব্যানার ফেস্টুনে সাজানো গাড়ি নিয়ে র‌্যালীটি বলী খেলার স্থান লালদীঘি মাঠ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লালদীঘি মাঠে এসে শেষ হয়। লালদীঘি মাঠে প্রধান অতিথি হিসেবে র‌্যালীর উদ্বোধন করেন এবারের বলী খেলার স্পন্সর এনএইচটি হোল্ডিংস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর। র‌্যালীর উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল জব্বার স্মৃতি বলী খেলার সভাপতি ও আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, বলী খেলার কমিটি সদস্য সরোয়ার আলম চৌধুরী মনি, আকতার আনোয়ার চঞ্চল, সাহেদ মুরাদ সাকু, আলি হাসান রাজু সহ বলী খেলা কমিটি এবং স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। রং বেরঙের ব্যানার ফেস্টুনে সাজানো গাড়ি নিয়ে এই র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পুনরায় লালদীঘি মাঠে এসে শেষ হয়। র‌্যালী উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ তানসীর বলেন জব্বারের বলী খেলা চট্টগ্রামের বিশাল একটি ঐতিহ্য। যেটি এখন বিশ্ব অঙ্গনে জায়গা করে নিয়েছে। এই আয়োজনের সাথে আমরা সম্পৃক্ত থাকতে পেরে নিজেদের গৌরবান্বিত মনে করছি। আশা করছি এই বলী খেলা আগের আসর গুলোর মত সফলতার সাথে সম্পন্ন হবে। এরই মধ্যে বলী খেলাকে কেন্দ্র করে লালদীঘি মাঠ এবং এর আশে পাশে বৈশাখী মেলা শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা পন্যের জন্য বিখ্যাত এই জব্বারের বলী খেলা এবং বৈশাখী মেলা। সারা দেশের বলীরা যেমন এই বলী খেলার জন্য অপেক্ষা করে বসে থাকে তেমনি সারা দেশের ক্ষুদ্র এবং মাঝারী ব্যবসায়ীরা এই মেলার জন্য অপেক্ষা করে থাকে। আর শহরের গৃহীনিরাও যেন অপেক্ষায় থাকে এই মেলার জন্য। কারন এই মেলা থেকেই যে সারা বছরের ঘর গৃহস্থলীর নানা সামগ্রী ক্রয় করে থাকেন। তাই জব্বারের বলী খেলা শুধু যে বলী খেলার জন্য বিখ্যাত তা কিন্তু নয়। এটি গ্রাম বাংলার ঐতিহ্যের জণ্যও বিখ্যাত। আগামীকাল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে বিপুল সংখ্যক বলী হাজির হবেন এই মাঠে তেমনটি আশা করছেন আয়োজকরা।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম জয়ের দেখা পেল শহীদ শাহজাহান সংঘ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.৬৯ কোটি টাকা