সাকিবকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

আগামী ৩ মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজ। আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া টিটোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। এই সিরিজের আগে চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল। আর সে ক্যাম্পের জন্য ১৭ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিসিবি। আগামী ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত চলবে এই ক্যাম্প। জাতীয় দলের ক্যাম্পে অনেকদিন পর ফিরলেন অল রাউন্ডার সাইফউদ্দিন। সে সাথে রাখা হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করা পারভেজ হোসেন ইমনকে। তিনি এবারের ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে ক্যাম্পে রাখা হয়নি সাকিব আল হাসানকে। আইপিএল খেলতে ব্যস্ত থাকা মোস্তাফিজুর রহমানও নেই এই ক্যাম্পে। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে থাকা মোহাম্মদ নাঈম, এনামুল হক, তাইজুল ইসলাম এই ক্যাম্পে জায়গা পাননি। বাকিরা রয়েছে অনুমিতভাবেই। গত বছর বিশ্বকাপের দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব আল হাসান। তবে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেললেও তেমন সুবিধা করতে পারেননি সাকিব। এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও খুব বেশি নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যাম্পে কেন তাকে রাখা হয়নি সে বিষয়ে কোন ব্যাখ্যা দেয়নি বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ যথাক্রমে ৩, ৪ ও ৭ মে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১২ মে। আর এদুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। আর সে দু ম্যাচে অংশ নিতে চট্টগ্রাম পর্ব শেষ করেই ঢাকায় ফিরবে দুই দল। প্রস্তুতি ক্যাম্পের জন্য বাংলাদেশ স্কোয়াড ঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, সৌম্য সরকার।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় স্কুল ক্রিকেটে নাসিরাবাদের জয়লাভ
পরবর্তী নিবন্ধপ্রথম জয়ের দেখা পেল শহীদ শাহজাহান সংঘ