প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশনের অ্যাডভোকেসি সভা

| শনিবার , ১ অক্টোবর, ২০২২ at ১১:৩১ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরূপণ, যোগাযোগ সম্পৃক্তকরণ ও টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় অ্যাডভোকেসি সভা করেছে প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশন। গত বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নেছারুল ইসলাম নাজমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাস। উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লিয়াকত আলী, শিক্ষক অজিত কুমার নাথ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কৃপাণী চাকমা, সমাজসেবা কার্যালয়ের মাঠ কর্মকর্তা মো. আবদুল মান্নান পাটোয়ারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, সাংবাদিক থোয়াই অং প্রু মারমা প্রমুখ।
সভাপতির বক্তব্যে নেছারুল ইসলাম নাজমুল বলেন, কোভিড-১৯ মহামারীর কারণে আমরা অনেক পিছিয়ে পড়েছি। তবে সকলের প্রচেষ্টায় আমরা ভালোভাবে প্রতিরোধ করে চলছি। আমাদের সচেতনতাই পারে করোনাকে প্রতিরোধ করতে। আমরা নিজেরা কোভিড-১৯ টিকা গ্রহণ করব, অন্যদেরও উদ্বুদ্ধ করব। প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশন কোভিড-১৯ প্রতিরোধে নানামুখী কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা পূজা পরিষদের সংবাদ সম্মেলন
পরবর্তী নিবন্ধযুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি