উত্তর জেলা পূজা পরিষদের সংবাদ সম্মেলন

| শনিবার , ১ অক্টোবর, ২০২২ at ১১:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের অধীনে এবার উত্তর চট্টগ্রামের ৭টি উপজেলা ও ১০টি থানায় প্রায় ৮২২টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান পরিষদের সাধারণ সম্পাদক ও নারী শিশু পিপি অ্যাড. নিখিল কুমার নাথ। এ সময় তিনি দুর্গোৎসব সুশৃঙ্খল, শান্তিপূর্ণ, নিরবচ্ছিন্নভাবে উদ্‌যাপনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সংগঠনের পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বলা হয়, সকল সনাতনী সমপ্রদায়কে স্বাত্বিকভাবে পূজা, রাত ১২টার মধ্যে সন্ধ্যারতি শেষ, প্রত্যেক পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব স্বেচ্ছাসেবক মোতায়েন, অনাকাঙ্খিত ব্যক্তিদের প্রতি বিশেষ নজর রাখা, নামাজের সময় বাদ্যযন্ত্র নিয়ন্ত্রণ করাসহ অত্যাবশ্যকীয় দায়িত্বগুলো পালন করার জন্য সকল পূজার্থীদের অনুরোধ জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা পূজা পরিষদের সভাপতি নটু কুমার ঘোষ, দক্ষিণ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সন্তোষ দাশগুপ্ত, সাধারণ সম্পাদক রুবেল দেব, উত্তর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাড. শিবু প্রসাদ দেওয়ানজী, অমৃত লাল দে, রুপক দে, দীপক পাটোয়ারী, লিপটন দেবনাথ, অনজন দে, পরিমল দে, ইমন চৌধুরী, রনজিত নাথ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রত্যয় সোস্যাল ফাউন্ডেশনের অ্যাডভোকেসি সভা