ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে আজ মঙ্গলবার নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে কলেজ সভাপতি ফখরুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন এম.এ লতিফ এমপি। বিশেষ অতিথি ছিলেন কমার্স কলেজ অধ্যক্ষ সুসেন কুমার বড়ুয়া ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফুল এহছান শাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন নয়ন। পরবর্তীতে ক্যাম্পাস প্রাঙ্গন থেকে জাতীয় ও দলীয় পতাকা, রং-বেরঙের ফেস্টুন, আতশবাজি ও ঢাক-ঢোলের সমারোহে সজ্জিত বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি আগ্রাবাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ সহ-সভাপতি ফখরুল ইসলাম, শাহেদ আলমগীর জোসি, নাহিদ পাটোয়ারী মুন্না, আলমগীর আলো, বিল্টু সেন, নওশাদ বিন ইব্রাহীম, শোয়েব হাসান শুভ, আরিফুর রহমান, মিরাদুল আলম, ওসমান গনি, আইনুল ইসলাম সোহাগ, সৈকত চৌধুরী, রিংকু চার্লস ফিনি, আশরাফুল সায়েম, আসিফ মাহমুদ, মাহমুদুল ইসলাম সাব্বির, আবু বকর নয়ন, শিহাব বিন করিম, আবু বকর সিদ্দিক, সাইফুল ইসলাম, আবিদ ভূঁইয়া, রাকিবুল হাসান, রাজ কুমার দে, নাজমুল আলম আশিক, ফাহিম আসহাব, আল মাহতাব সানভী, ওমর ফারুক এবং অভি মিত্র প্রমুখ।