প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের পাশে দাঁড়াতে হবে

লোহাগাড়ায় অনুষ্ঠানে এমপি নদভী

| বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেছেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের অবহেলা না করে পাশে দাঁড়াতে হবে। তিনি গতকাল মঙ্গলবার লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের সম্প্রারিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম সমাজসেবা উপ-পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, সালাহ উদ্দিন হিরু, এইচ এম গনি সম্রাট, নুরুল আলম জিকু, জহির উদ্দিন, মাস্টার শফিকুর রহমান, আব্দুল ওয়াহেদ, নাজিম উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ ইউনুচ, জয়নাল আবেদীন জুনু, মুুহাম্মদ আরমান বাবু রোমেল, জহির উদ্দিন, ফজলে এলাহি আরজু, দেলোয়ার হোসনে, রায়হানা আক্তার প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিলোকেটেড ইবিএল খুলশী শাখার উদ্বোধন
পরবর্তী নিবন্ধপার্কভিউ হসপিটালে বৈজ্ঞানিক সেমিনার