পার্কভিউ হসপিটালে বৈজ্ঞানিক সেমিনার

| বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

পার্কভিউ হসপিটালের উদ্যোগে পোস্ট কভিড-১৯ রিহেভিলিটেশন নিয়ে এক বৈজ্ঞানিক সেমিনার গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা ছিলেন সহকারী অধ্যাপক ডা. মো. আহসানুল হক চৌধুরী ও ডা. মো. মাহফুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি কভিড-১৯ নিয়ে মানুষকে সবসময় সচেতন থাকার অনুরোধ জানান এবং বলেন পার্কভিউর মত কোন প্রতিষ্ঠানে এত শিক্ষণীয় বিষয় উপস্থাপন হয় না, যা রোগীর উপকারে আসে এবং এর মাধ্যমে আমাদের চিকিৎসকগণ আরো বেশী কিছু জানতে পারে। সম্মানিত অতিথি ছিলেন প্রফেসর আবু তছলিম এবং প্রফেসর ডা. মো. শাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন হসপিটালে ম্যানেজিং ডিরেক্টর ডা. এ.টি.এম রেজাউল করিম। তিনি বলেন, কভিড পরবর্তীতে অবশ্যই একজন রোগীকে নিয়মিত ফলোআপে থাকতে হবে এবং তার জন্য ফিজিওথেরাপি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর দ্বারা রোগীর স্বাসকষ্ট হবে না এবং তার বক্ষ সব সময় পরিষ্কার থাকবে। তিনি আরো বলেন,পার্কভিউ কভিড এর প্রথম থেকে আজ পর্যন্ত রোগীদের চিকিৎসা করে যাচ্ছে এবং কভিড পরবর্তী যেন রোগীরা ভাল চিকিৎসা পাই, তার জন্য আমাদের কনসালটেন্টগণ নিয়মিত চেষ্টা করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রায় ১৫০জন ডাক্তার উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের পাশে দাঁড়াতে হবে
পরবর্তী নিবন্ধআলঝেইমার প্রতিরোধে মাছের তেল বিশেষ ভূমিকা রাখে