প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ভবন

নবনির্মিত স্কুল ভবন উদ্বোধনকালে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

সংসদ সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, চন্দনাইশ ও (সাতকানিয়া আংশিক) নির্বাচনী এলাকার প্রায় প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা প্রাঙ্গণে এখন শোভা পাচ্ছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন বহুতল ভবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় এসব বহুতল ভবন নির্মিত হওয়ায় এখন কোন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কক্ষ সংকট নেই। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু ও উপবৃত্তিসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করায় এখন মাঝপথে কোন শিক্ষার্থী ঝরে পড়ে না। প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের জন্য খেলাধুলার উপকরণ স্থাপন করা হচ্ছে। ফলে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারছে। তিনি গতকাল দোহাজারী পৌরসভার চাগাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৭৫ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত স্কুল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম নয়নের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জুনায়েদ আবছার চৌধুরী, এম. বাবর আলী ইনু, আবদুল শুক্কুর, আবদুল্লাহ আল নোমান বেগ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, মো. লোকমান হাকিম, নুরুল আমিন, ইঞ্জিনিয়ার. মো. ইলিয়াছ আজগর, মো. ইসমাইল হোসেন, মো. ইয়াছিন মেম্বার, শাহ আলম মেম্বার, জামাল উদ্দিন মেম্বার, জাহাঙ্গীর আলম মেম্বার, নুর মোহাম্মদ চৌধুরী, প্রধান শিক্ষক দিলশাদ বেগম, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম সুমন, ইকবাল করিম খোকা, ডা. নোমান রেজভী, বন্ধন বড়ুয়া, আহমদ নবী, নুর মোহাম্মদ, সায়েম চৌধুরী, আরমান চৌধুরী, সাজ্জাদ হোসেন, সিরাজুল কাফি চৌধুরী, জিয়াদ হোসেন হৃদয়, আসিফুল ইসলাম খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
পরবর্তী নিবন্ধথ্যালাসেমিয়া রোধে সন্ধানী চমেকের নতুন পদক্ষেপ