চট্টগ্রামে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

| রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার,ডিজিটাল গ্রন্থাগার’এই প্রতিপাদ্যে চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পালিত হলো ৫ম জাতীয় গ্রন্থাগার দিবস। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গতকাল শনিবার চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে দিবসের উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ। এ উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জুম প্লাটফর্মে আয়োজিত জাতীয় গ্রন্থাগার দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো. আব্বাছ আলীর সঞ্চালনায় এবং উপপরিচালক এ.এইচ.এম. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ। তিনি পাঠাভ্যাস বৃদ্ধিতে জাতীয় গ্রন্থাগার দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে সর্বস্তরে প্রচার ও প্রসারের মাধ্যমে মানুষকে গ্রন্থাগার ও গ্রন্থমুখী করে সার্বিক বিষয়ে সচেতনতা সৃষ্টির আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভোরের খেজুর রস
পরবর্তী নিবন্ধপ্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ভবন