প্রতিটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই প্রধানমন্ত্রীর বৈপ্লবিক সাফল্য

বই বিতরণ অনুষ্ঠানে খোরশেদ আলম সুজন

| রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১১:৩২ পূর্বাহ্ণ

প্রতিটি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈপ্লবিক সাফল্য বলে অভিমত প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার সকালে দারুল উলুম কামিল মাদরাসায় বিনামূল্যে বই বিতরণকালে উপরোক্ত মত প্রকাশ করেন তিনি।

সুজন আরো বলেন, ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সারাদেশে বিনামূল্যে বিতরণ করা হবে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে বই উৎসব না হলেও প্রতিটি শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। এবার প্রায় ৩৮ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হবে যা পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। বাংলাদেশকে জ্ঞান বিজ্ঞান নির্ভর একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর যে বহুমুখী প্রচেষ্টা বিনামূল্যে বই বিতরণ উৎসব তার মধ্যে একটি অনন্য সফল কার্যক্রম। প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই। আর এই এগিয়ে যাওয়াকে ধরে রাখতে হলে দল মত নির্বিশেষে দেশবাসীকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে থাকার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের মধ্য দিয়ে দেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়া, মুহাদ্দিস মও. মো. আনোয়ার হোসেন, খালেদ মুহাম্মদ সাইফুল্লাহ, মও. মুহাম্মদ নুরুল ইসলাম ফারুকী, মও. হোসাইন মুহাম্মদ ইউসুফ, মও. হারুনুর রশীদ, মো. রফিকুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবাসিক হোটেল মালিক সমিতির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধএরশাদের অসমাপ্ত স্বপ্নপূরণে ঐক্যবদ্ধ হতে হবে