প্রকল্পের রি-শিডিউল না হলে ১৫ ডিসেম্বরের পর কাজ বন্ধ রাখার ঘোষণা

এলজিইডি ঠিকাদার সমিতির সংবাদ সম্মেলন

| মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের রি-শিডিউলের দাবি করেছেন চট্টগ্রাম এলজিইডি ঠিকাদার সমিতি নেতৃবৃন্দ। অন্যথায় কাজ বন্ধ রাখার হুমকি দিয়েছে ঠিকাদাররা। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সমিতির নেতৃবৃন্দ এ হুমকি দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চট্টগ্রাম এলজিইডি ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু বলেন, ৮ মাসের ব্যবধানে নির্মাণ সামগ্রীর মূল্য বেড়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ। এতে হুমকির মুখে চট্টগ্রামে সরকারের প্রায় ১২ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ। নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ঠিকাদাররা লোকসানের শিকার হচ্ছে। এ অবস্থা চলমান থাকলে ঠিকাদারদের পথে বসার উপক্রম হবে। আসাদুজ্জামান টিটু বলেন, চট্টগ্রামে এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, জেলা পরিষদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার থেকে ১২ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। এতে ঠিকাদার রয়েছেন প্রায় আড়াই হাজার। তারা সবাই সরকারের উন্নয়ন কাজের অংশীদার। কিন্তু গত আট মাস ধরে নির্মাণ সামগ্রির মূল্য ক্রমাগত বৃদ্ধির কারণে ঠিকাদাররা দিশেহারা হয়ে পড়েছেন। একই সময়ে প্রায় ৩৫ শতাংশ বেড়েছে ইলেকট্রিক, হার্ডওয়ার, সেনেটারিসহ বিভিন্ন পণ্যের। বেড়েছে নির্মাণ শ্রমিকের। আগে একজন নির্মাণ শ্রমিকের দিনে মজুরি ছিল ৫০০ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৮০০ টাকা।
এতে চলমান প্রকল্পের কাজ বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। তাছাড়া তেলের মূল্য বৃদ্ধির কারণে পণ্য পরিবহনে খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ অবস্থায় নির্মাণ কাজে সরকারি শিডিউলের চেয়ে ৩৫ থেকে ৪০ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে। এতে বেকায়দায় পড়েছেন ঠিকাদাররা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম এলজিইডি ঠিকাদার সমিতির সভাপতি মহিউদ্দিন সেফুল চৌধুরী, আলী হোসেন, আবদুল্লাহ আল মামুন, সালাউদ্দিন লিটন, নজরুল ইসলাম, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, শওকত হোসেন, জামসেদ চৌধুরী, আবদুল্লা টিটু, সাইফুদ্দিন সাবু, মোস্তাফা কামাল তাহের, আবদুর রহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবাধ ও সুষ্ঠু ভোট করতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর
পরবর্তী নিবন্ধতারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব ২৫ নভেম্বর শিল্পকলায় শুরু