পোশাক রপ্তানির আড়ালে হচ্ছিল টাকা পাচারের চেষ্টা

আজাদী প্রতি‌বেদন | রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৯:৩১ অপরাহ্ণ

রাজধানী ঢাকার ফরিদাবাদের এইচএম ফ্যাশন ওয়্যার না‌মের এক‌টি নন ব‌ন্ডেড (লোকাল) পোশাক কারখানা গ্রিসে পোশাক রপ্তা‌নির আড়া‌লে ৮ লাখ ১৭ হাজার টাকা পাচারের চেষ্টা ক‌রে‌ছে বলে জা‌নি‌য়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। আজ রবিবার (৩ এপ্রিল) প‌ণ্যের কা‌য়িক পরীক্ষায় টাকা পাচারের বিষয়‌টি উদঘা‌টিত হয়।

কাস্টমস সূ‌ত্রে জানা গে‌ছে, রপ্তানিকারক প্রতিষ্ঠানটি ২২ হাজার ৯৫৩ পিস তৈরি পোশাক রপ্তানির আড়ালে ৪১ হাজার ১৬৮ পিস পোশাক বেশি জাহাজীকরণের চেষ্টা করছিল। এতে ১৮ হাজার ২১৫ পিস বেশি রপ্তানির মাধ্যমে ৮ লাখ ১৭ হাজার ৪২৬ টাকা পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে কাস্টমসের কায়িক পরীক্ষায় উঠে এসেছে।

এর আ‌গে গত গত মার্চ রপ্তা‌নিকা‌রক কাস্টম‌সে বি-এক্স দা‌খিল ক‌রে যার নম্বর সি ৫৩৭৭৪১। এ চালানে সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল নগরীর শেখ মু‌জিব রো‌ডের মিম ইন্টারন্যাশনাল।

জান‌তে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার মো. আহসান উল্লাহ ব‌লেন, “গোপন সংবাদ থাকায় ঢাকার ফরিদাবাদের এইচএম ফ্যাশন ওয়্যার না‌মের প্রতিষ্ঠান‌টির পণ্য জাহাজীকর‌ণের সময় শতভাগ কা‌য়িক পরীক্ষা করা হয়। কা‌য়িক পরীক্ষায় ঘোষণার অ‌তি‌রিক্ত পণ্য রপ্তা‌নির চেষ্টা ধরা পড়ে। জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হ‌চ্ছে।”

পূর্ববর্তী নিবন্ধমহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের ইফতার বিতরণ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা