পোর্ট সিটি ভার্সিটির শিক্ষার্থীদের পিএইচপি স্পিনিং মিল পরিদর্শন

| বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৭:৩১ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে শিল্পকারখানা পরিদর্শনের অংশ হিসেবে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেঙটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ গত সোমবার শিক্ষার্থীদের জন্য চট্টগ্রামের বালুচরায় অবস্থিত পিএইচপি স্পিনিং মিল পরিদর্শনের ব্যবস্থা করে। এই পরিদর্শনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইঞ্জি. মফজল আহমেদ এবং বিভাগীয় সভাপতি শেখ শাহ আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। পরিদর্শনে শিক্ষার্থীরা ফ্যাক্টরিতে কটন এবং ভিসকোস থেকে বিভিন্ন ধাপের মাধ্যমে কীভাবে সুতা প্রস্তুত করা হয় তা সম্পর্কে জ্ঞান আহরণ করে। তারা কার্টিং, ফিনিশিংসহ বিবিধ বিভাগের কার্য প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ পায়। পিএইচপি কর্তৃপক্ষ এই ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা করেন। বিজ্ঞান ও প্রকৗশল অনুষদের ডিন অধ্যাপক ইঞ্জিনিয়ার মফজল আহমেদ বলেন, তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য এ জাতীয় উদ্যোগের বিকল্প নেই। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য ফ্যাক্টরি পরিদর্শন তথা ব্যবহারিক শিক্ষার সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় চট্টগ্রামে নতুন ১০ জন আক্রান্ত
পরবর্তী নিবন্ধসাংবাদিক মহসিন চৌধুরীর মায়ের ইন্তেকাল