পোড়া বস্তি ঘুরে সহায়তার ঘোষণা মেয়র রেজাউলের

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ এপ্রিল, ২০২৪ at ৬:৪৬ পূর্বাহ্ণ

নগরের ফিরিঙ্গিবাজারে বস্তিতে গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তিন হাজার টাকার নগদ অর্থ সহায়তা, ক্ষতিগ্রস্ত ঘর পুননির্মাণে টিন, পুরুষদের লুঙ্গি ও নারীদের শাড়ি দেয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র বীর মো. রেজাউল করিম চৌধুরী। এছাড়া গত রাতে এবং আজ মঙ্গলবার দুপুর ও রাতের খাবারের আয়োজন করবেন মেয়র।

গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সহায়তার এসব ঘোষণা দেন মেয়র। এসময় মেয়র বলেন, অগ্নিকাণ্ডের কথা জানার সাথে সাথে ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে উদ্ধার কার্যক্রম তরান্বিত করতে সমন্বয় করছি। আমাদের তিনজন কাউন্সিলরের তত্ত্বাবধানে পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কার করতে কাজ করছে। এ সময় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, পুলক খাস্তগীর, বেগম লুৎফুন্নেছা দোভাষ বেবী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমিসহ চসিকের কর্মকর্তাকর্মচারীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধওমানে রাউজানের প্রবাসী যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধপটিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার