পেনাল্টি মিস আর পিছিয়ে পড়া রুখতে পারেনি বিসিআইসিকে

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৪ অক্টোবর, ২০২১ at ৫:৪৯ পূর্বাহ্ণ

সিজেকেএস-সিডিএফএ আয়োজিত প্রিমিয়ার ফুটবল লিগে দুই অফিস দলের খেলায় জয় পেয়েছে বিসিআইসি ক্রীড়া সংসদ। গতকাল রোববার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমে পেনাল্টি মিস করে এবং পরে পিছিয়ে পড়েও বিসিআইসি ক্রীড়া সংসদ ২-১ গোলে গতবারের চ্যাম্পিয়ন কাস্টমস স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। এবারের লিগে নিজেদের প্রথম খেলায় কাস্টমস স্পোর্টস ক্লাব জয়লাভ করলেও বিসিআইসি ক্রীড়া সংসদ হেরে গিয়েছিল। গতকাল দু’দলের খেলার শুরুতে আক্রমন-প্রতি আক্রমন ছিল। ৩৮ মিনিটের সময় বিসিআইসি আক্রমনে উঠে। দলের মানিকের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও দ্বিতীয় দফায় কাস্টমসের সাগর সরকার তাকে বঙে বাঁধা দেন। এ থেকে পেনাল্টি লাভ করে বিসিআইসি। তাদের শাকিল বাঁ পায়ে পেনাল্টি নেন। তার শট চলে যায় সাইডবার ঘেষে। কাস্টমস বেঁচে যায়। পেনাল্টি থেকে মুক্তি পেয়ে ৪৩ মিনিটে কাস্টমসই খেলায় এগিয়ে যায়। বঙে ঢুকে মো. ইমাম হোসেন কোনাকুনি শট নেন। বল বিসিআইসি কিপার নুরুল করিমের হাতে লেগে জালে ঢুকে যায় (১-০)। এ অর্ধের ইনজুরি সময়ে কাস্টমস আবারো সুযোগ পায়। তবে অমিত হাসানের শট রক্ষা করেন নুরুল করিম। শেষ মিনিটেও তিনি আরেকটি কাস্টমস আক্রমণ ঠেকিয়ে দেন। এক গোলে এগিয়ে থাকা কাস্টমস স্পোর্টস ক্লাব দ্বিতীয়ার্ধে খেলতে নেমে শুরুতেই গোল হজম করে নেয়। কাস্টমস কিপার শিমুল কুমার দাশ বল নিয়ে ড্রিবলিং করছিলেন। বিসিআইসির আলী তার কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল শোধ করে দেন (১-১)। ৫ম মিনিটে বিসিআইসি কিপারের কাছ থেকে বল পেয়ে কাস্টমস অধিনায়ক জাহেদুল ইসলাম শট নেন। বল লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। ১৬ মিনিটে বিসিআইসির আলির প্রচেষ্টাও ক্রসবারের উপর দিয়ে যায়। তবে ৪২ মিনিটে চমৎকার গোলের দেখা পান আলী। মাঝ মাঠ থেকে দু’তিনজনকে কাটিয়ে ডি বক্সে ঢুকে যান তিনি। সেখানে বাঁ পায়ের প্লেসিং শটে বল জালে ঢুকিয়ে দেন (২-১)। পিছিয়ে পড়ে কাস্টমস খেলায় ফিরে আসার চেষ্টা করে। তবে তাদের বেশ কয়েকটি আক্রমন ব্যর্থ হয়ে গেলে পরাজয় বরণ করতে বাধ্য হয় তারা। দুই খেলা শেষে উভয় দল ৩ পয়েন্ট করে পেয়েছে। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিসিআইসি ক্রীড়া সংসদের মো. আলী। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব। প্রিমিয়ার লিগে আজকের খেলায় অংশ নেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি। বিকাল ৪টায় এ খেলা অনুষ্ঠিত হবে এম এ আজিজ স্টেডিয়ামে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার, ১ম বিভাগ ও মহিলা ভলিবল লিগ আজ শুরু
পরবর্তী নিবন্ধচিটাগাং কা্লবে পুল ফাইনাল সম্পন্ন