পেকুয়ায় যানজট নিরসনে উপজেলা প্রশাসনের বিশেষ অ়ভিযান

| বুধবার , ২৭ মার্চ, ২০২৪ at ৯:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় মাহে রমজান ও আসন্ন ঈদে পেকুয়া বাজার ও পেকুয়া চৌমুহনী যানজট মুক্ত রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা প্রশাসন।

বুধবার ( বিকেল ৩ টায়) পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে পেকুয়া চৌমুহনী ও পেকুয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করে টমটম ও ভাসমান হকারদের জরিমানা করা হয়। এসময় টমটম,সিএনজি ও বাসমান হকার পেকুয়া বাজার এলাকা থেকে উচ্ছেদ করে অন্যত্র সরিয়ে দেন।

অভিযানে পেকুয়া বাজারের পাশে প্রহমান কহলখালী খালে বাজারের বর্জ্য না ফেলতে বাজার ব্যবস্থাপনা কমিটির প্রতি নির্দেশ প্রদান করেন।

পেকুয়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও পেকুয়া বাজার ইজারাদার সাহেদ ইকবাল উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদালালের খপ্পরে লিবিয়ায় বন্দি আনোয়ারার চার যুবক, চল্লিশ লাখ টাকা মুক্তিপণ দাবি
পরবর্তী নিবন্ধটেকনাফে ২৪ ঘণ্টায় কিশোরসহ ৭ জনকে অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি