পূর্ণ ভালোবাসায় দেশ গড়ব

মিনহার সুলতানা নিকা | সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ১০:০৬ পূর্বাহ্ণ

হিংসার আগুনে পৃথিবীর মানুষ আজ বড়ই অসহায়। এই দুনিয়ায় মানবিক ভালোবাসার বড়ই অভাব। আধুনিক দিনে ভালোবাসা ও আধুনিক রূপ ধারণ করেছে। স্বার্থপর মানুষ স্বার্থের পিছনে সময় ব্যয় করছে। স্বার্থ শেষ হলে কেটে পড়ছে। মানুষের বিবেক বাতি নিভে যাচ্ছে দিন দিন। চারপাশে শুধু বিষাক্ত বিষাদের ছায়া। মানুষের প্রতি মানুষের ক্ষোভ প্রকাশ। অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতনে ভরপুর পৃথিবীর সমাজ। ভালোবাসা একটি মানবিক অনুভূতি যে অনুভূতি বিদায় নিচ্ছে দিনের পর দিন মানব সমাজ থেকে। যার কারণে গরিবের প্রতি অবহেলার চাদরে ঢাকা পড়েছে। মধ্যবিত্তের দেওয়া হয় না সম্মান। কেমন এক পৃথিবীতে ডুবে যাচ্ছি। যেখানে মরুভূমির মতো ভালোবাসার হাহাকার। বিলুপ্ত হচ্ছে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা নিবেদন। আসুন না একটু চিন্তা ধারণার পরিবর্তন ঘটায়। বাড়িয়ে দি মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ। অতৃপ্ত ভালোবাসার শিকড়ের ছিন্নমূল থেকে পূর্ণ ভালোবাসার প্রলেপ দিয়ে সাজিয়ে দিই চারপাশটা। গড়ে তুলি সত্যের, মমতার, মানবিক ভালোবাসার দেশ। বেরিয়ে আসি ক্রোধ, হিংসা ও অপকর্মের কবল থেকে। নিজ নিজ মন থেকে আবর্জনা বহিষ্কার করি। পূর্ণ ভালোবাসায় দেশ গড়ি। কেননা “অতৃপ্ত ভালোবাসায় দুনিয়াটাও দাবানলে পূর্ণ ভালোবাসায় জগৎও সুন্দরময়”।

পূর্ববর্তী নিবন্ধমুহাম্মদীয়া দরবারের মিলাদ মাহফিল আজ
পরবর্তী নিবন্ধসমসাময়িক ভাবনা