পুলিশ হোক জনতার

| রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:০১ পূর্বাহ্ণ

পুলিশ জনগণের বন্ধু। জনগণের সেবা ও দেশের সার্বক্ষণিক শান্তি শৃঙ্খলা বজায় রাখা একান্ত দায়িত্ব ও কর্তব্য। কিন্তু পুলিশের কর্মকাণ্ডে দেশের মানুষ আশাহত। ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যা,গুম, পুলিশি হেফাজতে মৃত্যু,তদন্তে গাফিলতি, আসামি বা সাহায্যপ্রার্থীকে হেনেস্তা,আইনের অপপ্রয়োগ,দলীয় আনুগত্য, ঘুষ, দুর্নীতি,অনিয়ম প্রতিষ্ঠানটিকে উপর থেকে তৃণমূল পর্যায়ে অবিশ্বস্ত করে তুলেছে। আকবর ও প্রদীপ কাণ্ডে এসব উঠে এসেছে। সমপ্রতি কুষ্টিয়ার ভেড়ামারা পৌর নির্বাচনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে পুলিশ সুপার(এসপি) দুর্ব্যবহার অর্থাৎ আদালত অবমাননা করলে উচ্চ আদালত(হাই কোর্ট) তলব করে এবং সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে বলে। উপযুক্ত যুক্তির অভাবে, অবশেষে এসপি উচ্চ আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। এসময় উচ্চ আদালত পুলিশকে কথা নয়, কাজে পটু হতে বলেন। বন্ধু হতে বলেন। মুজিব বর্ষে এমনটিই হবার কথা ছিল। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’। উচ্চ আদালত আবারও স্লোগানটি স্মরণ করিয়ে দিলেন। আমরাও প্রত্যাশা ব্যক্ত করছি।
রণি রত্নাকর, আইন বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধহিজড়াদের উৎপাত বন্ধে কঠোর পদক্ষেপ চাই