পুরনো বোর্ড বই কেন ফেরত দিতে হবে?

| সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৮:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ সরকার প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য প্রতি বছরের শুরুতে নতুন শিক্ষা বর্ষের পাঠ্যপুস্তক প্রদান করে থাকে। এটি সরকার কর্তৃক শিক্ষার্থীদের জন্য উপহার স্বরূপ। নতুন পাঠ্যপুস্তক পেয়ে শিক্ষার্থীদের মনে যে আনন্দের উদ্ভব হয় তা বোধহয় আর কিছুতে তারা পায় না। বছর জুড়ে এ বইগুলো হয়ে ওঠে তাদের খুব কাছের একজন বন্ধু। কিন্তু খুব দুঃখের বিষয় বছর শেষে কিছু কিছু বেসরকারি ও সরকারি স্কুল এ বইগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নেয়ার জন্য শিক্ষার্থীদের উপর মানসিক চাপ সৃষ্টি করে। উপহার দিয়ে ফেরত নেয়ার এ বিরল দৃষ্টান্ত বোধহয় আর কোথাও নেই! বছর শেষে বই ফেরত নেয়ার পর এসব শিক্ষা প্রতিষ্ঠান তা কেজি দরে বিক্রি করে। কিন্তু কেন? সরকার যেখানে শিক্ষার্থীদের উপহার হিসেবে বই দিয়েছে সেখানে আপনারা ফেরত নেয়ার কে? আপনাদের আর্থিক ফায়দার জন্য বই ফেরত নেয়ার এমন অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করুন এবং শিক্ষার্থীদের মানসিক নিপীড়ন হতে বিরত থাকুন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং কতিপয় লোভী শিক্ষা প্রতিষ্ঠানের এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।

মাহবুবুর রশিদ
ঈদগাঁ, কাঁচারাস্তা
চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধজর্জ হ্যারিসন : বাংলাদেশের অকৃত্রিম বন্ধু
পরবর্তী নিবন্ধজীবন কত ঠুনকো!