পুকুর ভরাট করে স্থাপনা, দম্পতির বিরুদ্ধে মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৬:৪৯ পূর্বাহ্ণ

নগরের দক্ষিণ কাট্টলীতে পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ করায় এক দম্পতির বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন বাদী হয়ে পাহাড়তলী থানায় এ মামলা দায়ের করেন। এতে ওই এলাকার ছদু চৌধুরী বাড়ির আনিসুর রহমান চৌধুরী (৪৮) ও তার স্ত্রী বিবি ফাতেমাকে (৪১) আসামি করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অনুমতি ছাড়াই এ আনিসফাতেমা দম্পতি পুকুরের ১০ শতাংশ ভরাট করে। ভরাটকৃত স্থানে আনুমানিক ২০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রশস্ত টিনের ঘর তৈরি করা হয়েছে। প্রবেশপথে বাশের চাটাইয়ের বেড়া স্থাপন করা হয়েছে। এর আগে অভিযোগ পেয়ে গত ২৭ ডিসেম্বর নোটিশ দিয়ে পুকুর ভরাট বন্ধ রাখতে বলা হয়। ওইদিন অনুষ্ঠিত শুনানির পর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) থেকে পুকুর ভরাট, ভরাটকাল, খতিয়ান, ট্রেসম্যাপসহ বিস্তারিত প্রতিবেদন চেয়ে চিঠি দেয়া হয়। গত ১৪ ফেব্রুয়ারি কাট্টলী সার্কেল থেকে পাঠানো প্রতিবেদনে পকুর ভরাটকারী হিসেবে মো. আনিসুর রহমান চৌধুরী নাম উল্লেখ করা হয়। এরপর ২ এপ্রিল অনুষ্ঠিত আরেকটি শুনানিতে পুকুরটি পুনঃখনন করে পূর্বাস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়ে এক মাস সময় দেয়া হয়। পরবর্তীতে ৭ মে আবারও শুনানি হয়। ওইদিন পুকুর খনন করে পূর্বাবস্থায় ফিরিয়ে না আনায় মামলার নির্দেশ দেন অধিদপ্তরের পরিচালক। এর প্রেক্ষিতে গতকাল মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাখি শিকারে বাধা দেয়ায় সাংবাদিক গিয়াসের ওপর হামলা, আটক ১
পরবর্তী নিবন্ধছিনতাইয়ে বাধা দেওয়ায় গুলি করে হত্যা, ৩ জনের যাবজ্জীবন