পিতা মাতাকে যোগ্য মর্যাদা দাও

সাহাদাত হোসাইন সাহেদ | শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো। বাইরে শক্ত হলেও ভেতরটা খুবই নরম। বাবারা ভালোবাসার দিকটা বুঝাতে পারে না। তবে সন্তানের জন্য তীব্র দহনে ফাটা চৌচির। সন্তানদের জিজ্ঞাসা, বাবারা কেন তাদের ভালোবাসাকে ধারণ করে না, মানতে চাই না। কেন রিয়েক্ট করে বেশি? এর সঠিক জবাব সন্তানদের কাছে থাক। যখনই সন্তান পিতা হবে সহজ উত্তরটা পেয়েই যাবে। হয়ত থাকতে পারে ভিন্নতা। তবে উত্তর নিশ্চিত মিলে যাবে। হে আমার প্রাণপ্রিয় সন্তানেরা, যাই করোনা কেন পিতা মাতাকে অসম্মান অশ্রদ্ধা করে কষ্ট বাড়িয়ে দিওনা। বৃদ্ধাশ্রমে রাখার মত অমানবিক কর্মে ঠেলে দিওনা। শিক্ষক পিতার সারা জনমের জমানো অর্থ কেড়ে মরণের কোলে তুলে দিওনা। সম্পদ ভূমি আত্মহরণে রক্তক্ষরণ করোনা। অবান্তর কর্মে মিছে তালগোল পাকিয়ে সৃষ্টির মর্যাদাকে ভূলুণ্ঠিত করোনা। বাবা মা, শত বাধা পেরিয়ে সন্তানের মুখে হাসি ফুটাতে বৃষ্টি ঝড় তুফান ডিঙিয়ে দিনকে রাত, রাতকে দিনের আলোর আনন্দ তুলে আনতে কতো না পরিশ্রম করে, সেকথা ভুলে যেওনা। মায়েরা পেটে ধরে, বাবারা পিঠে ধরার দগ্ধ যন্ত্রণাটুকু মাথায় রেখো। জীবন মায়াময় এক বিরল মোহমুগ্ধতার পীঠস্থান। দোহায় লাগে! দোষের অনুভূতিকে জাগ্রত না করে পিতা মাতাকে যোগ্য মর্যাদা দাও। রহমের কৃপা অর্জন করো।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লার মনোহরগঞ্জের রাস্তার স্থায়ী সমাধান চাই
পরবর্তী নিবন্ধদারা পুত্র পরিবার- তুমি কার, কে তোমার?