পাহাড়ের মানুষকে দূরে ঠেলে দেবেন না

জনসংহতি সমিতির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ঊষাতন তালুকদার

| শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:০৬ পূর্বাহ্ণ

জনসংহতি সমিতির সহ সভাপতি ঊষাতন তালুকদার বলেছেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিক সমস্যা, সেটা সরকারও স্বীকৃতি দিয়েছে। এই সমস্যা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে সমাধান করা সময়ের দাবি। একমাত্র পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়েই যা সম্ভব। যতক্ষণ না দেশের

 

সচেতন নাগরিক এগিয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত আপনাকেআমাকে এই চুক্তির গুরুত্ব বোঝাতে হবে। অহেতুক কারণ দেখিয়ে চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য আজ একটা দেশিবিদেশি ষড়যন্ত্র চলছে। এজন্য বাংলার মানুষ যদি এই চুক্তির মর্ম না বুঝেতার বাস্তবায়ন কঠিন হবে। সরকারকে সকল নাগরিকের অধিকার

রক্ষায় এগিয়ে আসতে হবে। আপনারা পাহাড়ের মানুষকে দূরে ঠেলে দেবেন না, তাদেরকে বুকে আগলিয়ে ধরে রাখতে হবে। তারা বেশি কিছু চায় না। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল শুক্রবার নগরীর জে এম সেন হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খবর বিডিনিউজের।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি অশোক সাহা, জাসদের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বাবুল, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শরীফ চৌহান। স্বাগত বক্তব্য দেন, পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি দিশান তঞ্চঙ্গ্যা।

পূর্ববর্তী নিবন্ধনানুপুর লায়লা-কবির কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধসাবেক মেয়র এম. মনজুর আলমের দোয়া মাহফিল ও খাবার বিতরণ