পাহাড়তলীতে মহিলা রিকশাযাত্রীর ভ্যানিটি ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ নভেম্বর, ২০২২ at ৯:১১ পূর্বাহ্ণ

 

 

নগরীর পাহাড়তলীতে সিএনজি ট্যাক্সিতে করে মহিলা যাত্রীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার পাহাড়তলী, ডবলমুরিং, আকবরশাহ ও বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে এই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই ছিনতাইকারী হলেনচাঁদপুরের গোবিন্দপুর পশ্চিম পাড়া এলাকার আলী আকবরের ছেলে মো. ইমাম হোসেন ও ভোলার চরউম্মৎ এলাকার গণি বেপারীর ছেলে মো. কামাল (৪৩)। পাহাড়তলী থানা পুলিশ জানায়, পাহাড়তলী থানার হাজী ক্যাম্পের সামনে গত ২৫ নভেম্বর সকাল ১০টার দিকে এক মহিলা যাত্রী রিকশায় করে যাওয়ার সময় হঠাৎ একটি সিএনজি এসে হাজির হয়। এসময় সিএনজির ভেতর থেকে দুই ছিনতাইকারী ঐ মহিলার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরদিন ২৬ নভেম্বর পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন ওই মহিলা। মামলায় ওই ভুক্তভোগী তার ব্যাগে নগদ ৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও এক জোড়া স্বর্ণের কানের দুলসহ আনুষাঙ্গিক কাগজপত্র আছে বলে পুলিশকে জানায়। অভিযোগের ভিত্তিতে পাহাড়তলী থানা গত রবিবার অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেফতার করে। তাদের আরও এক সহযোগী পলাতক রয়েছে, তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান। এসময় ছিনতাই হওয়া মালামালগুলোও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅনিরুদ্ধ বড়ুয়া অনির মৃত্যুবার্ষিকীতে কম্বল বিতরণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে কৃষি উপকরণ বিতরণ