পাহাড়তলীতে কৃষক সমাবেশ

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ নভেম্বর, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী পাহাড়তলী ইউনিয়নে এক কৃষক সমাবেশে বলেছেন, দেশবাসীকে রাউজানের মানুষ জানিয়ে দিতে হবে আমরাই পারি বঙ্গবন্ধু কন্যার সকল নির্দেশনার সফলভাবে বাস্তবায়ন করতে পারি।

অতীতে যেসব জমি অনাবাদি ছিল, আগামীতে দেশের মানুষ দেখবে রাউজানে কোনো কৃষি জমি অনাবাদি নেই। গতকাল বুধবার পাহাড়তলী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে আয়োজিত কৃষক সমাবেশে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ রোকন উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, দোস্ত মোহাম্মদ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী, ইউনিয়ন উপ-কৃষি সহকারী এমদাদুল ইসলাম, আদেশ প্রিয় বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বীজ বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধউত্তর জেলা মৎস্যজীবী লীগের ত্রি বার্ষিক সম্মেলন