পাঁচলাইশ ওয়ার্ডের মাতৃশক্তি মন্দিরে বস্ত্র বিতরণ

| শনিবার , ২১ নভেম্বর, ২০২০ at ৮:০৬ পূর্বাহ্ণ

নগরীর ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের হরিপুর দক্ষিণেশ্বরী মাতৃশক্তি কালী মন্দির কমিটির উদ্যোগে অসচ্ছল ও গরীবদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ১৫ নভেম্বর ডা. নলিনীর বাড়ি প্রাঙ্গণে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্দিরের অধ্যক্ষ পণ্ডিত অরূপ আচার্য্য। এতে অতিথি ছিলেন হাইদচকিয়া সূর্যগিরি আশ্রমের সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য। বিশেষ অতিথি ছিলেন সমীর কান্তি দাশ। নন্দিতা আচার্য মিল্কির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্দির কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি রুমা রানী আচার্য, সহ-সভাপতি অর্পিতা রানী আচার্য। এসময় উপস্থিত ছিলেন অনুপ আচার্য রনি, অন্বেষা আচার্য, অনুপম আচার্য, জনি আচার্য, নারায়ণ আচার্য, সমর আচার্য, রিতু আচার্য, সুমন দাশ, সঞ্জয় দাশ, রাজু দাশ, নিমাই দাশ, বিধান দাশ, সবুজ দাশ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ অসহায় ও গরীবদের মাঝে বস্ত্র বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার নজরুল সংগীতে অর্ণব, সঙ্গী সুস্মিতা
পরবর্তী নিবন্ধ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর (দ.) আদর্শ অনুসরণের বিকল্প নেই’