পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা হবে স্মরণকালের সর্ববৃহৎ

মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আ. লীগের যৌথসভা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ৫:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর আগমন ও পলোগ্রাউন্ড মাঠের জনসভাকে সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক যৌথ সভা গতকাল শনিবার বিকালে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর পল্টন রোডস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে সভায় আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসভায় পরিণত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান নেতৃবৃন্দ।

এদিকে আগামী ৯ নভেম্বর নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের উপস্থিতিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি জানান, ৯ নভেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তিন জেলার যৌথ প্রস্তুতি সভায় মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার কার্যকরী কমিটি, মহানগরীর সকল থানা ও ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, উত্তর-দক্ষিণের সকল উপজেলা ও ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক, তিন জেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন। তিনি বলেন, আজকের যৌথ সভায় মাননীয় প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার লক্ষ্যে আমাদের তিন জেলার যৌথ প্রস্তুতির পাশাপাশি তিন জেলা আলাদা আলাদাভাবেও প্রস্তুতি নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

যৌথ সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান উপস্থিত ছিলেন।

দীর্ঘ এক দশক পর আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জনসভায় আসছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী ২০১২ সালের ২৮ মার্চ চট্টগ্রামের পলোগ্রাউন্ডের মাঠে আওয়ামী লীগসহ ১৪ দলের মহাসমাবেশে যোগ দিয়েছিলেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভা করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। চট্টগ্রামের পর দেশের অন্যান্য বিভাগীয় শহর গুলোতেও জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধকালুরঘাট সেতু থেকে লাফিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা
পরবর্তী নিবন্ধশুধু কাদেরকে দিয়ে মিটিং করেন, দেখেন কী পরিমাণ লোক হয়