পলোগ্রাউন্ডের জনসভা সফল করতে র‌্যালি ও পথসভা

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ১০:১৩ পূর্বাহ্ণ

মহানগর স্বেচ্ছাসেবক লীগ : নগরীর রীমা কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুখ আমজাদ খান, ড. জমির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজীম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আশীষ কুমার সিংহ, তারেক মাহমুদ পাপ্পু, বোখারী আজম, আবু হানিফ, সাইফুল্লা আনসারি, মোহাম্মদ জোবায়ের চৌধুরী, মোহাম্মদ গালিব সাদলি। উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন, আবুল হাসনাত বেলাল, এ্যাড তসলিম উদ্দীন, মনোয়ার জাহাম মনি, দেলোয়ার হোসেন ফরহাদ, নাজমুল হুদা শিপন, আজিজ মিছির, আজাদ খান অভি, মো. সাইফুদ্দীন, আব্দুল আল মামুন, সরফরাজ নেওয়াজ খান রবিন, মাসুদ খান, মোহাম্মদ সালাউদ্দিন, দেবাশীষ আচার্য্য, তোসাদ্দেক নূর তপু।

১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড : আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর এবং অর্থ ও সংস্থাপন বিভাগের স্থায়ী কমিটির চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. ইসমাইলের নেতৃত্বে গতকাল বাদ আসর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পথসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা এরশাদুল আমীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আসলাম হোসেন সওদাগর। পথসভা শেষে এক প্রচারণা মিছিল ফইল্ল্যাতলী বাজার থেকে শুরু হয়ে নতুন বাজার এসে শেষ হয়। পথসভায় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী মিয়া মেম্বার, মাহবুবুল আলম, যুবনেতা মো. সোহেল, মিন্টু দাশ, সুজন দাশ, হেলাল, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম উদ্দীন তৌসিফ প্রমুখ।

মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন : সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনজুর আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের সকল সেবা। তিনি ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার আহবান জানান। শুক্রবার এইচ এম ভবনে মশাবাহিত রোগবালাই থেকে অস্বচ্ছল ও দুঃস্থ জনগোষ্ঠীকে রক্ষার জন্য মশারী বিতরণ কর্মসূচিতে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মশারী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ট্রাস্টের পরিচালক ও তরুণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজী আলতাফ হোসেন, লোকমান আলী, জাহিদ, নিজামুল আলম রাজু, ফারুক আজম, শাহিদুল আলম, শিক্ষাবিদ বাদশা আলম, আবদুল্লাহ নাবিদ মনজুর সহ অন্যরা।

শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগ : ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে এক আনন্দ র‌্যালি ও পূর্ব সমাবেশ মুরাদপুর চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর মামুনুর রশীদ মামুন।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ সরোওয়ার্দ্দীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সাবেক ছাত্রনেতা মামুনুর রশীদ মামুন আরো বলেন, আগামীকাল পলোগ্রাউন্ড সমাবেশে শুলকবহর ওয়ার্ড থেকে আওয়ামী লীগের নেতৃত্বে ৫ হাজার মানুষ মিছিল সহকারে যোগদান করবেন। উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতৃবন্দ।

বন্দরে আনন্দ মিছিল ও সমাবেশ : শেখ হাসিনার জনসভাকে স্বাগত জানিয়ে নায়েবুল ইসলাম ফটিকের নেতৃত্বে বন্দরে নেতাকর্মীদের আনন্দ মিছিল ও সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে। বন্দর শ্রমিক নেতা খন্দকার মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে ও জামিল আহমেদ মিলনের সঞ্চালনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন সমূহের আয়োজনে মিছিল ও তৎপরবর্তী সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন বন্দর কর্মচারী পরিষদের (সিবিএ) সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক। এ সময় আরও উপস্থিত ছিলেন রেজাউল করিম রাজু, হুমায়ন কবির মুকুট, মোস্তফা ফরিদুর রেজা, আশীষ কান্তি মহুরি, দেলোয়ার হোসেন, এফ এ চৌধুরী বাদল, ফরহাদ আব্দুল্লাহ, মো. সালাউদ্দীন, মো. সোহেল রানা, জহির রায়হান, মো. ইসমাইল, মো. আমির, রমজান আলী, মো. হানিফ, আবু নাছের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পী, সাজীবুল ইসলাম সজীব, মো. মাসুম, মো. সোহেল, আনিসুর রহমান শরীফ, মো. রোকন উদ্দীন, হারুনুর রশিদ, মো. রানা, হৃদয় কুমার দাশ, জালাল উদ্দীন, ইসমাইল হোসেন, মো. রিফাত, মেহেদী হাসান, সজীব কান্তি দাশ, ফাহিম, পলাশ চক্রবর্তী, ইসরাফিল, রাজা শাহ, মো. আল আমিন রায়হান, মো. নাজমুর, মো. রুমান, রেহমান রাব্বি, জয় দাশ, সাবু, ইলিয়াস প্রমুখ।

৪১নং ওয়ার্ড আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নির্দেশে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরীর নেতৃত্বে বিশাল মোটর শোভাযাত্রা ও ট্রাক র‌্যালি দক্ষিণ পতেঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বীর মুক্তযোদ্ধা নুরুল আলম টেন্ডল, পতেঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এ এস এম ইসলাম, ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি নরুল ইসলাম, আবুল হোসেন, ওয়াহিদুল আলম মাস্টার, আলী বস, কাদের মেম্বার, আব্দুল হালিম, জয়নাল আবেদীন, জহির উদ্দিন বাদল, এ্যাডভোকেট জহির, খায়রুল ইসলাম, কামরুল ইসলাম রাশেদ, সৈয়দ হোসেন, আমির সওদাগর, মো. শরীফ, জামাল, আইয়ুব খান, ওয়াহিদুল আলম চৌধুরী, শাকিল হারুন, মাঈনুল ইসলাম, জামাল উদ্দিন রাজু, মুছা লোকমান, ফোরকান, লোকমান হাকিম, হারুন মেম্বার, ওমর ফারুক, জাহাঙ্গীর, পারভেজ, আলী আরেফিন, আরমান, সাজিদ ফারুক, মাহিন, শাহানাজ, আলী আকবর, সাদদাম, হাসান হাবিব সেতু, ইমতিয়াজ রাজু, রবিন, মিজান, জাবেদ, অপু, জোবায়ের, তামিম, আতিক।

বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ : পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক নেতাদের নিয়ে মতবিনিময় করেছেন শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা। গতকাল আগ্রাবাদ এলাকায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেড মিলনায়তনে শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের ব্যানারে এই সভা অনুষ্ঠিত হয়। বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মুহাম্মদ এয়াকুবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মিরন হোসেন মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আ জ ম খসরু।

বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহসভাপতি তোফায়েল আহমেদ, মো. সাহাব উদ্দীন, মেহেদি হাসান, এটিএম ফজলুল হক, মো. মহিউদ্দিন, লুৎফর রহমান ও শামিমা আকতার জলি। বক্তব্য রাখেন মো. আলমগীর, মীর মো. নওশাদ, সিরাজুল ইসলাম, উজ্জ্বল বিশ্বাস, মো. কাসেম মোল্লা, আবদুস সাদেক নান্না, হারুনুর রশিদ রনি, নুরুল আলম লেদু, মো. বখতিয়ার, লোকমান হাকিম, নাছির উদ্দীন পলাশ প্রমুখ।

তাঁতী লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমনে জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ তাঁতী লীগ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার প্রস্তুতি সভা নগরীর স্টেশন রোডস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়। নুরুল আমিন মানিকের সভাপতিত্বে ও দিদারুল আলম দিদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শওকত আলী। প্রধান বক্তা ছিলেন খগেন্দ্র চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন কে.এম শহিদুল্লাহ, ফজলুল হক রিপন, মমতাজ উদ্দিন ভূঁইয়া, অ্যাড. রিদোয়ান বারি, হেলাল উদ্দিন মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন ফয়েজ আহমেদ বাদল। বক্তব্য রাখেন সরফরাজ নেওয়াজ মাসুদ, লিয়াকত আলী, প্রকৌশলী দীপংকর দাশ, শহীদ উদ্দিন, পরিমল দেব, এহসানুল কবির টিটু, জসিম উদ্দিন, ডা. আর.কে রুবেল, আজিজুল হক আজিজ, জহুর চৌধুরী, মো. শহিদুল ইসলাম ছৈয়দ, রত্নাকর দাশ টুনু, মমতাজ উদ্দিন আহমেদ, সেলিম খান মেম্বার,

২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগ : ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হান্নান ও সাধারণ সম্পাদক আসিফ খান নেতৃত্বে মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সদস্য হাজী মুনির, ওয়ার্ডের সহ-সভাপতি মো. হাছান, মোজাদ্দেদ হোসেন নিয়াজি, লায়ন ইব্রাহিম, মো. ফরিদ, মো. মোজ্জাক্কের, মো. হাসান, মো. পারভেজ, রাজু চৌধুরী, মো. নাছির উদ্দিন, রহিম দাদ খান বাদশা, কায়সার আলম, মো. জামশেদ আলম, সেলিম রেজা, মো. ফারুক, সাহাব উদ্দিন, লোকমান, সেলিম, নূর খান, নজরুল, আবদুল মাসুদ প্রমুখ।

৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামে আগমন ও পলোগ্রাউন্ডের জনসভা সফল করার জন্য প্রচারণা মিছিল ও মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও কাউন্সিলর আবদুল বারেক, এ ইউনিট আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সি ইউনিট সভাপতি মোজাহের আলম, সাধারণ সম্পাদক আবদুস সালাম, আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন, হুমায়ুন কবির, জাহাঙ্গীর আলম শান্ত, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজিমুদ্দিন। উপস্থিত ছিলেন মো. হানিফ, সেলিম, বাবুল হক, শামসুল আলম, মো. সোলেমান, মনির উদ্দিন, মোস্তফা কামাল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন যুবলীগ নেতা আজাদ হোসেন।

যুবলীগ আনন্দ মিছিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে গতকাল চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথায় যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কে এম শহীদুল কাওসারের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাহির সিগনাল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। যুবনেতা মো. সায়েম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সাবেক নির্বাহী সদস্য মু. শওকত আলী, আহবায়ক কমিটির সাবেক সদস্য নঈম উদ্দিন খান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, ইদ্রিস চৌধুরী খোকন, যুবলীগ নেতা দিদারুল আলম, তারেক ইকবাল, ছাত্রলীগ নেতা মুহাইমিনুল ইসলাম শুভ, নূর মোহাম্মদ, উজ্বল বড়ুয়া প্রমুখ।

যুবলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে মহানগর যুবলীগ নেতা যুব সংগঠক মো. আবুল বশরের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিতি ছিলেন মহানগর যুবলীগের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন স্বপ্ন, শফিকুল হাসান রিপন, হাসানুর রহমান, সজিব চৌধুরী, উৎফল দাশ, এনামুল হক, আবু তাহের, শহিদুল আলম টিপু, আমিনুল হক সোহাগ, আফতাব উদ্দিন, আবুল হাসেম সুমন, লুৎফর রহমান, কামাল উদ্দিন, মো. মোস্তাফা, সবুজ মিয়া, শামসুল আলম রুবেল, কবির হোসেন, মো. ইউসুপ, ইসমাইল, মনির, আঃ কুদ্দুস, জামাল মিয়া, মো. মনা, মো. রিপন, হেলাল উদ্দিন, মো. মোহসিন, মিটু দাশ, সুজন, ইয়াছিন আরাফাত সাদ্দাম, মিনহাজ উদ্দিন জুয়েল, আবু সারওয়ার বিকাশ, মহিউদ্দিন, আরিফ, আঃ কাদের, বেলাল, সুমন, আলমগীর মনা, ইমাম হোসেন রনি, আলী, দেলোয়ার হোসেন, গোলাপ হোসেন, সাজ্জাদ, জাহেদুল ইসলাম, ইয়াছিন, কামরুল হাসান, মুমিনুল হক, ফজলুল হক, নাইম হোসেন, সাচ্চু মিয়া, অপু, নাদিম হোসেন, ফয়সাল ইকবাল, শুভ দাশ বাবু, ইমন, রানা, ইসমাইল মোল্লা, রবিন, ইয়াছিন, রাতুল, এরশাদ, শরিফুল, বাবু, বিজয় দাশ প্রমুখ।

বাঁশখালী পরিবহন সমিতি : পলোগ্রাউন্ড মাঠে জনসভাকে সফল করার লক্ষ্যে বাঁশখালী সিএনজি সমিতি, বাঁশখালী ট্রাক, পিকআপ, ড্রাম পরিবহন সমিতি ও ফল ব্যাবসায়ি সমিতির উদ্যোগে মতবিনিময় সভা সিএনজি সমিতির হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কালীপুরের চেয়ারম্যান, বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি এডভোকেট শাহাদত আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এএনএম ফরহাদুল আলম। সমিতির সভাপতি আমির আহমদের সভাপতিত্বে ও আলাউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, ছৈয়দুল আলম, জিসানুল হক, টিটন, মো. নেসার, মো. লিটন, মো. আরিফুল ইসলাম, সৈয়দ নুর, মো. সেলিম। উপস্থিত ছিলেন জাহাঙ্গির আলম, লোকমান, খোরশেদ, জাহেদুল ইসলাম প্রমুখ।

যুব সংগঠক আনন্দ শোভাযাত্রা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম নগরীতে শুক্রবার মোটরবাইক সম্বলিত আনন্দ শোভাযাত্রা করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি যুব সংগঠক এম. আর. আজিম। তার নেতৃত্বে মোটরবাইক সম্বলিত আনন্দ শোভাযাত্রাটি নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গন হতে শুরু হয়ে ওয়াসার মোড়, লালখান বাজার, টাইগারপাস, পলোগ্রাউন্ড মোড়, কদমতলী মোড়, পুরাতন রেলওয়ে স্টেশন, নিউমার্কেট মোড়, কোতোয়ালী মোড়, লালদিঘীর পাড়, আন্দরকিল্লা, জামালখান প্রেসক্লাব, কাজীর দেউড়ী, এম.এ. আজিজ স্টেডিয়াম হয়ে জিইসি মোড়ে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত পথসভা নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম.আর আজিমের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মেজবাহ উদ্দিন আহমেদ মোর্শেদের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মহানগর যুবলীগ আহ্‌বায়ক কমিটির সাবেক সদস্য হাবিব উল্ল্যাহ নাহিদ, আসহাব রসুল চৌধুরী জাহেদ, আছিফুর রহমান মুন্না, ফারুকুল ইসলাম অঙ্কুর, জয়নাল আবেদীন, মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, ফজলুল কবির সোহেল, মোসলেহ উদ্দিন আহমেদ শিবলী, আ.স.ম মঈনুল ইসলাম মনি, বিশ্বনাথ বিশু, ওমর খৈয়াম তৈয়ব, অমল কৃষ্ণ নাথ টুটুল, হাসানুজ্জামান টিপু, হামিদুর রহমান সাকিব, ফরিদুল আলম, আলী রেজা পিন্টু, আবু সাঈদ সুমন, মো. সেলিম, আদনান মাহফুজ সজিব, এরশাদ হোসেন মনি, সাজ্জাদ হোসেন, সানি দে, এপোলো বড়ুয়া, বেলাল হোসেন পাভেল, বখতিয়ার উদ্দিন, বিপ্লব দত্ত, সাঈদ রহিম, এস.এম মবিনুল হক মনিরাজ, শরীফ হোসাইন, নওশাদ আলম মুন্না, সোহেল ইমরান, একরামুল হক রাসেল, ফররুখ আহমেদ পাবেল, মাঈনুল হাসান চৌধুরী শিমুল, অমিতাভ চৌধুরী বাবু, গোলাম ছামদানী জনি, কবির আহমেদ, আবুল মনছুর টিটু, তুষার ধর, সাব্বির সাকির, মো. ফারুক, মো. মহিউদ্দিন, আবু জাহান, শফিউল আজম মন্টি, মো. তারেক, সিরাজুল ইসলাম, বাপ্পী দাশ, মো. হাসিবুল রুবেল প্রমুখ।

দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ : পলোগগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল ও স্বার্থক করার লক্ষ্যে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের নেতৃত্বে মাইজপাড়ায় আনন্দ মিছিল ও লিফলেট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী নুরুল আলম, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য মো. সেলিম, মো. ইউছুফ, ছালেহ আহম্মদ, মো. আক্কাস, পতেঙ্গা থানা শ্রমিক লীগ সভাপতি মোহাম্মদ আলী, আবু তাহের, ক ইউনিট সভাপতি জেবল আহম্মদ, খ ইউনিট সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন চৌধুরী, গ ইউনিট সাধারণ সম্পাদক আশরাফ খোকন, হোসেন আজাদ, মো. হারুন, মো. শাহজাহান, শাহ আজিজ, দস্তগীর মাসুদ, আমির হামজা, সিরাজুল সাজু, সাজিউল করিম, আসিফ, ইমতিয়াজ আকিব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর জনসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধগোড়ার মাটি সরে পাকা সড়ক খালে