পরিশুদ্ধ জীবন যাপনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব

চন্দনাইশে ১৭তম ইমাম হোসাইন (রা.) কনফারেন্সে বক্তারা

| শনিবার , ১০ অক্টোবর, ২০২০ at ১১:২৮ পূর্বাহ্ণ

চন্দনাইশে হারলা-দক্ষিণ জোয়ারা নয়াহাট বি এম রহমানিয়া হেফজ ও এতিমখানা মাদরাসা কমপ্লেক্স মাঠে গত বৃহস্পতিবার ১৭তম ঈদে মিলাদুন্নবী (দ.) ও ইমাম হোসাইন (রা.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি দুবাই সিটির সভাপতি মুহাম্মদ ফারুক বাহাদুর। সঞ্চালনায় ছিলেন মাস্টার বদিউল আলম। আল-হাসনাইন মেমোরিয়াল ফাইন্ডেশনের ব্যবস্থাপনায় কনফারেন্সের উদ্বোধক ছিলেন চন্দনাইশ সমিতি সৌদি আরবের সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন চন্দনাইশের পৌর মেয়র মো. মাহবুবুল আলম খোকা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী। প্রধান বক্তা ছিলেন আল্লামা শাইখ সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী।
এতে বক্তারা বলেন, পরিশুদ্ধ জীবন যাপনের মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। অনৈতিক কাজ থেকে সন্তানদের দূরে রাখতে ধর্ম শিক্ষা কাজে লাগাতে হবে। এতে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। কনফারেন্সে স্বাগত বক্তব্য দেন আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব আলমগীর ইসলাম বঈদী। উপস্থিত ছিলেন মাওলানা আবদুর রহমান আল-কাদেরী, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন, মাওলানা সোহাইল উদ্দিন আনছারী, মাওলানা আবু ইউসুফ নূর কাদেরী, মাওলানা মাহমুদুর রহমান আলকাদেরী, মোখতার হোসেন শিবলী, আবু জাফর, ইসমাইল চৌধুরী হানিফ, মুহাম্মদ আবদুল মজিদ, নজরুল ইসলাম, ফরিদুল আলম চৌধুরী, জাফর আহমদ কোম্পানি, মাওলানা নাজিম উদ্দীন, ফরিদুল আলম চৌধুরী, খায়রুল বশর, ফেরদৌস ওয়াহিদ, মোরশেদুল আলম, জাকের সওদাগর, মাজহার হেলাল, নুরুল আজম, মো. পারভেজ, শাহাদাত কামাল, মো. জামশেদ, মো. আসিফ, মো. সাঈদ, মো. সাব্বির, মো. আরফাত, মো. আরমান, মো. মিজান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহরায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
পরবর্তী নিবন্ধমেডিকেলসহ ৯ ক্যাটাগরিতে ভিসা আবেদন নিচ্ছে ভারত