পরিবেশ রক্ষায় সরকারের নির্দেশনা মেনেই ইটভাটা পরিচালনা করতে হবে

মতবিনিময়ে ফজলে করিম চৌধুরী এমপি

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৯ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪৯ পূর্বাহ্ণ

রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, এখন থেকে সরকারের নির্দেশনা মেনেই ইটভাটা পরিচালনা করতে হবে। আগামী প্রজন্মকে দূষণমুক্ত পরিবেশে বেড়ে উঠার সুযোগ আমাদেরকেই গড়ে দিতে হবে। গতক ৭ সেপ্টেম্বর এমপি’র বাসভবনে চট্টগ্রাম জেলা ইটভাটার মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ দেখা করতে গেলে তিনি এই অভিমত তুলে ধরেন।
নবগঠিত কমিটির সভাপতি রাউজানের মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, এবার যারা সংগঠনের দায়িত্ব নিয়েছেন তারাই সকলেই পরিবেশ সচেতন। সকলেই চান স্ব স্ব এলাকাকে দূষণমুক্ত রাখতে। তিনি সকলকে আশ্বস্ত করেন এই মৌসুমে ভাটা পরিচালনায় সরকারের দিক নির্দেশনা অনুসরণ করা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন সমিতির নতুন কমিটির সাধারণ সম্পাদক রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম, সিনিয়র সহ সভাপতি ফটিকছড়ি পৌরসভার মেয়র, উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ ইসমাঈল হোসাইন, সৈয়দ হোসেন কোম্পানী, এডভোকেট এসএম সাহেদ উল্লাহ জনিসহ ১৫ উপজেলার নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সমাধিতে এমপি কমলের শ্রদ্ধা নিবেদন
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার সাক্ষাৎ না পেয়ে মমতার ক্ষোভ