‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’

| শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর রোটারেক্ট জেলা সংগঠনের তত্ত্বাবধানে এবং রোটারেক্ট ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ‘সবুজায়ন’ নগরীর সিজেকেএস মাঠে রোটারেক্ট ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের সভাপতি নমিউল হক তোফাইলের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আরআইডি ৩২৮২ এর ডিস্ট্রিক গভর্নর ইলেক্ট রোটারিয়ান মতিউর রহমান। তিনি বলেন, বৃক্ষ মানবজীবনের নিরব ও অকৃত্রিম বন্ধু। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। আমাদের দেশে গাছপালা, সবুজ-শ্যামলে ভরা। চারদিকে শুধু অপরূপ সবুজ আর সবুজ। কিন্তু সেই অপরূপ সবুজের সমারোহ আর নেই। অপরদিকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। সুতরাং একমাত্র বৃক্ষই প্রকৃতিক পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে পারে। প্রধান অথিতির বক্তব্য শেষে অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রাম এরিয়ার প্রায় ২৭টি ক্লাবের প্রতিনিধিদের মাঝে ৫০টি করে গাছের ছাড়া বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম চেয়ারম্যান রোটারেক্টর নুরুল হোছাইন। এতে আরো বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউনের সভাপতি রোটারিয়ান ফরহাদুল ইসলাম ও ক্লাব সচিব জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটারেক্ট জেলা ৩২৮২ এর জেলা সচিব রোটারেক্টর আতাউল হক সোহেল, সাজ্জাদ হোসেন, নাঈম ইসলাম, মোহাম্মদ সিনান, ইসকাহ বিন আজিজ, রুবেল হাছান, আদনান সাকিব, আজমাইন নাজিয়াত, শারমিন আক্তার ইমু, তানরুবা তুরিন প্রমুখ। পরিশেষে জেলা সচিব রোটারেক্টর ওয়াহেদ মুরাদের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গাউসিয়া কমিটির ঢেউটিন বিতরণ
পরবর্তী নিবন্ধঅব্যাহত লোডশেডিংয়ের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে