অব্যাহত লোডশেডিংয়ের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে

নগর ইসলামিক ফ্রন্টের সভায় বক্তারা

| শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি সংকট হতে বাঁচতে সম্প্রতি দেশে অব্যাহত টানা লোডশেডিংয়ের কারণে ব্যাবসা-বাণিজ্যসহ ছাত্রদের লেখা-পড়ার ক্ষতি ও গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ছোটখাটো মিল কারখানাগুলো বন্ধ হতে চলেছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের প্রভাবে লোডশেডিংসহ নানা কৃচ্ছ্রতা সাধনে সরকারের বিভিন্ন উদ্যোগ, নিত্যপণ্য সামগ্রীর ঊর্ধ্বগতি, টাকার বিপরীতে লাফিয়ে লাফিয়ে ডলারের মূল্য বৃদ্ধির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে সরকারের অর্জনগুলো নষ্ট হয়ে ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। তিনি গত বৃহস্পতিবার ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সাধারণ সভায় সভাপতির বক্তব্য রাখছিলেন। সভায় সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেন, বিশ্ব পরিস্থিতিতে দেশ ও জাতিকে সমূহ বিপদ হতে রক্ষায় সরকারকে ভেবেচিন্তে এগুতে হবে। নগরীর চেরাগী পাহাড় মমিন রোডস্থ সালমা ভবনের ২য় তলায় নগর ইসলামিক ফ্রন্টের কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ। বক্তব্য রাখেন সহ সভাপতি খান এ সবুর, এস এম আব্দুল করিম তারেক, অধ্যক্ষ মাওলানা কাজি মুহাম্মদ আবু সালেহ্‌, কাজি মফিজুর রহমান, মাওলানা মুহাম্মদ মাইনুদ্দীন চৌধুরী হালিম, লায়ন মুহাম্মদ ইমরান, মাওলানা মুহাম্মদ হাশমত আলী তাহেরী, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন তাহেরি, মাস্টার মুহাম্মদ জাহাংগির আলম, শাহজাদা মাওলানা মাইনুদ্দীন হাসান সন্‌জরী, মুহাম্মদ আনিসুর রহমান, মুহাম্মদ নুরুল আবচার, মাওলানা মুহাম্মদ মাসুদ করিম চৌধুরী, হাবিবুর রহমান, মুহাম্মদ নাইম উদ্দীন, মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ আরমান ও শহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির বৃক্ষরোপণ ও চারা বিতরণ