সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গাউসিয়া কমিটির ঢেউটিন বিতরণ

| শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় মানবিক কর্মসূচির আওতায় এবার সিলেট ও সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন ও মুরগী দেয়া হয়েছে।
গত সপ্তাহে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এককেজি প্যাকে ২০টন কোরবানির মাংস বিতরণ করা হয়। তখন সনাতন ধর্মাবলম্বীদের কোরবানির মাংস দিতে না পারায় এবারে তাদের মুরগী দেয়া হয়। এ সময় ওষুধ, কাপড়, চাল, ডাল, আলু, লবণ, তেলসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীও দেয়া হয়। সিলেটের কোম্পানিগঞ্জ পুর্ব ইসলামপুর, শিমুলতলা, সুনামগঞ্জ জেলার ছাতক থানার রাউলী, সিরাজগঞ্জ বাজার, পাথুরিয়া ইউনিয়নের তেহকিয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় এ ত্রাণ প্রদান করা হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার, যুগ্ম-মহাসচিব ও মানবিক সেবা টিম প্রধান এড. মুহাম্মদ মোছাহেব উদ্দিন বখতিয়ারের নেতৃত্বে ত্রাণ বিতরণে অংশ নেন- মানবিক টিম সদস্য মুহাম্মদ আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ এরশাদ খতিবী, সিলেট গাউসিয়া কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরি, সুনামগঞ্জ গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ কমর উদ্দিন আল-কাদেরী, গাউসিয়া কমিটির সিলেট প্রতিনিধি মুহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী শুভ, কোম্পানিগঞ্জ উপজেলার বাবুল মিয়া চেয়ারম্যান, কোম্পানিগঞ্জ উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি ডা. নূর আলম, মুহাম্মদ শাহেদ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে স্বামী চিন্তাহারী গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’