চট্টগ্রামে স্বামী চিন্তাহারী গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

| শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

গবেষক, নাট্যজন সুদর্শন চক্রবর্তী সম্পাদিত ‘অসীমের অভিসারী স্বামী চিন্তাহারী’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত ২২ জুলাই চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল-আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান, শান্তিমন্ত্র পাঠ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিন্তাহারী সাধনপীঠ যোগাশ্রমের অধ্যক্ষ স্বামী মহানন্দ পুরী মহারাজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রন্থকার শ্রীসুদর্শন চক্রবর্তী। অনুষ্ঠানে অতিথি ছিলেন পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ, তুলসীধামের মোহন্ত দেবদীপ পুরী মহারাজ, শ্রীশ্রী জ্যোতি হরিহর বৈকুণ্ঠ গীতা সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী সজলানন্দ গিরি মহারাজ, সমাজসেবক অজয়কৃষ্ণ দাশ মজুমদার, বাগীশিক কেন্দ্রীয় সংসদের আহবায়ক অধ্যক্ষ বিজয়লক্ষ্মী দেবী, জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তপন কান্তি দাশ, সমাজসেবক আশুতোষ সরকার, শ্রীদিনেন্দু দত্ত, শ্যামল কুমার পালিত, অজিত কুমার দাশ, শিবু প্রসাদ দত্ত, রাজীব মিত্র, আনন্দমোহন রক্ষিত, অধ্যাপক পপি সাহা, তপন কুমার দেওয়ানজী, সাংবাদিক আবীর চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল কান্তি চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী প্রবীর পাল। সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ১৪ দিনেও খোঁজ মেলেনি স্কুল শিক্ষার্থীর
পরবর্তী নিবন্ধসিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গাউসিয়া কমিটির ঢেউটিন বিতরণ