পরিবেশের নানা দিক সাহিত্যে তুলে ধরার আহ্বান

লেডিস ক্লাবের পরিবেশ ও সাহিত্য সভা

| বৃহস্পতিবার , ৩ নভেম্বর, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

গ্রিনি হাউস ইফেক্টের কারণে পৃথিবীর আবহওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে। জলবায়ুর পরিবর্তনের ফলে পৃথিবী বাস অযোগ্য হয়ে উঠছে দিন দিন। অসহিষ্ণু পরিবেশ জোরদার করছে কলকারখানার অপরিকল্পিত ব্যবহার। ফলে বাংলাদেশ এখন উষ্ণায়নের কবলে পড়েছে। এ থেকে পরিত্রাণের জন্য বৃক্ষরোপণ, পরিবেশবান্ধব প্রকল্প গ্রহণের উপর গুরুত্বারোপ করতে হবে। বিষয়গুলো আমাদের বর্তমান সাহিত্যেও তুলে ধরতে হবে। সাহিত্যের যত শাখা আছে সব শাখায় পরিবেশের ইতিবাচক নেতিবাচক ও ক্ষতিকর দিকগুলো পাঠকের সামনে পেশ পরিবেশন করতে হবে।
গতকাল বুধবার চট্টগ্রাম লেডিস ক্লাব পরিবেশ ও সাহিত্য বিষয়ক সভায় বক্তারা একথা বলেন। এতে সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভানেত্রী পারভিন জালাল। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ক্লাবের প্রাক্তন সভানেত্রী জিনাত আজম, সহসভানেত্রী সাবিহা মুসা, সহসভানেত্রী পারভিন চৌধুরী, সহসম্পাদিকা আক্তার বাণু ফেন্সী, কোষাধ্যক্ষ শামীম কাদের সুরমা, সহসাংগঠনিক সম্পাদিকা শামীম আরা আহাদ, সহসাংগঠনিক সম্পাদিকা রুহি মোস্তফা, সদস্যা রওশন আরা ইউসুফ, খালেদা আক্তার চৌধুরী, ফারজানা খান, মেহের আফরোজ হাসিনা, মরিয়ম বেগম মিনা, রোকেয়া আহমেদ ও মর্জিনা আখতার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা আ. লীগের সম্মেলনের তারিখ আবারো পিছিয়ে ১২ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক চেতনার বিষয়বস্তু পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি জরুরি