পরিবেশের ক্ষতি কমিয়ে সাজাতে হবে উন্নয়ন পরিকল্পনা

চুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সে শিক্ষা উপমন্ত্রী

| সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ৮:৪৩ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী এনার্জি সেক্টরকে এগিয়ে নিতে নবায়নযোগ্য শক্তির প্রতি গুরুত্ব দিচ্ছেন। জলবায়ু পরিবর্তন ইস্যু এবং নবায়নযোগ্য শক্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর কুটনৈতিক অবস্থান প্রশংসনীয়। আমাদের প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তা সত্ত্বেও সীমিত সম্পদের মাধ্যমে উৎপাদন ও উন্নয়ন কার্যক্রমে পরিবেশ দূষণ ও কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে হবে। পানি ও বায়ুর দূষণ প্রতিরোধ করতে হবে। টেকসই উন্নয়নের ক্ষেত্রে পরিবেশের ক্ষতি যথাসম্ভব কমিয়ে পরিকল্পনা সাজাতে হবে। তিনি গতকাল রবিবার চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে তিনদিনব্যাপী ৬ষ্ঠবারের মত যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে ‘৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্স অন ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড রিনিউয়েবেল এনার্জি’শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন। কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক এবং কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা। ওয়াসিফ সাদমান তানিম ও শায়লা শাহরিন স্নিগ্ধার যৌথ সঞ্চালনায় কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপকদের হতে বক্তব্য রাখেন জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটির এমিরেটাস প্রফেসর ড. তাকেমি চিকাহিসা এবং মিশরের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর আহমাদ এফ. এলসাপটি। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, এই ধরনের আন্তর্জাতিক কনফারেন্স দেশি-বিদেশি স্কলার, প্রফেশনাল্‌স ও একাডেমিশিয়ানদের মধ্যে গবেষণা ও জ্ঞান বিনিময়ের সুযোগ করে দেয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের ৫জি যুগে প্রবেশ, উদ্বোধন করলেন জয়
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য, তবে সুসম্পর্ক অব্যাহত থাকবে : তথ্যমন্ত্রী