পরিবার নিয়ে রাস্তায় রাতযাপন

পাওনা আদায়ে বাসায় জমিদারের তালা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৭ এপ্রিল, ২০২১ at ৩:২৩ পূর্বাহ্ণ

বকেয়া ভাড়াসহ পাওনা আদায়ে বাসায় তালা দিয়েছে জমিদার। দিনভর অপেক্ষা করে বাসায় ঢুকতে না পেরে রাস্তায় রাতযাপন করা লালখান বাজারের দুবাই কলোনির শ্রীধাম দেবনাথের পরিবারকে পুনরায় বাসায় উঠিয়ে দিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে খুলশী থানা পুলিশ তাদের বাসায় উঠিয়ে দেয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে পরিবারটি ওয়াসার মোড়ে রাস্তায় রাতযাপন করার দৃশ্য এক সংবাদকর্মীর নজরে এলে তিনি বিষয়টি পুলিশকে জানান।
ঘটনার শিকার শ্রীধাম দেবনাথ বলেন, দুবাই কলোনির একটি বাসায় দীর্ঘদিন ধরে আমরা বসবাস করছি। আমার বড় ভাই কানাই দেবনাথ ওয়াসায় চুক্তিভিত্তিক চাকরি করতেন। প্রায় দেড় বছর আগে ওই চাকরি চলে যায়। এরপর বিভিন্ন জায়গায় কাজ করে সংসার চালান। ওয়াসার চাকুরি করাকালীন আমাদের জমিদার একটি পানির মোটর বসাতে অনুমতির জন্য আমার ভাইকে ৩০ হাজার টাকা দেন। আমার ভাই (কানাই) এই টাকা ওয়াসার এক কর্মচারীকে দেন। এর মধ্যে ওয়াসার চাকরি হারানোর পর মোটর বসানোর অনুমতি নেওয়া সম্ভব হয়নি। ওই লোক টাকাও ফেরত দেয়নি। ওই টাকা ফেরত দেওয়ার জন্য জমিদার অনেক দিন থেকে চাপ দিয়ে আসছিল।’
শ্রীধাম বলেন, ‘তাছাড়া গত তিন মাসের বাসা ভাড়া ২১ হাজার টাকাও বকেয়া পড়েছে। গত একবছর আমাদের কাজ ছিল না। এমনিতেই বেকায়দায় পড়েছি। বাসায় আমার মা, দাদা, বৌদি ও দুই ভাইপোকে নিয়ে থাকি। এরমধ্যে বৃহস্পতিবার সকালে জমিদার বাসায় তালা লাগিয়ে দেয়। ওইসময় আমি টিউশনে ছিলাম। ফিরে দিনভর অনেক চেষ্টা করেও বাসায় ঢুকতে পারিনি। তাই বাধ্য হয়ে রাস্তায় রাত কাটাতে হয়েছে।’
তিনি বলেন, এরমধ্যে বৃহস্পতিবার বিকেলে রাস্তা থেকে খুলশী থানা পুলিশ আমার ভাইকে ধরে নিয়ে যায়। রাতে ছেড়ে দিলেও মোবাইলটি রেখে দেয়। আজ শুক্রবার সকালে পুলিশ এসে জমিদারের সাথে কথা বললে জমিদার তালার চাবি দিয়ে দেন। দুপুরে আমরা বাসায় প্রবেশ করেছি। তবে সন্ধ্যায় পুলিশ আমাদের থানায় যেতে বলেছে। বকেয়া টাকা কিভাবে পরিশোধ করবো, সেটা নিয়ে দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে।
খুলশী থানার এসআই শফিউদ্দিন ভুইয়া দৈনিক আজাদীকে বলেন, ‘ভাড়া বকেয়া থাকায় লালখান বাজারের ওই ভাড়াটিয়ার বাসায় তালা মেরে দিয়েছিল জমিদার। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। জমিদারের সাথে আলাপ করে শুক্রবার জুমার আগে ওই ভাড়াটিয়াকে পুনরায় বাসায় উঠিয়ে দেওয়া হয়েছে। বকেয়া ভাড়া পরিশোধের বিষয়েও দুইপক্ষের সাথে আলাপ হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদে যুবককে ছুরিকাঘাত গ্রেফতার ১
পরবর্তী নিবন্ধ১৪৪ ঘণ্টার দীর্ঘ রজনী