আগ্রাবাদে যুবককে ছুরিকাঘাত গ্রেফতার ১

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৭ এপ্রিল, ২০২১ at ৩:২২ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদে তুচ্ছ ঘটনার জেরে আব্দুল মান্নান (৩৫) নামের এক যুবক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। তার ডান পায়ের উরুতে ছুরি দিয়ে ৩টি আঘাত করা হয়। গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পরপর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আকবর (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন আজীদকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বাবা নুরু মিয়াকে রাজাকার ডাকার প্রতিবাদ করায় আব্দুল মান্নানকে ছুরিকাঘাত করা হয়। হামলায় আবদুল মান্নানের চাচাত ভাই মানিক (৩৫), শহিদুল (৩৫), রুবেল (২৬) ও আকবরসহ (২৮) সহ মোট ৫/৬ জন অংশগ্রহণ করেন। এদিকে ভিকটিম আব্দুল মান্নান আশংকামুক্ত রয়েছে উল্লেখ করে ওসি মহসিন বলেন, ঘটনার সাথে জড়িত বাকীদেরও গ্রেফতার এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমা ও সৎ পিতার হাতে খুন দুই শিশু
পরবর্তী নিবন্ধপরিবার নিয়ে রাস্তায় রাতযাপন