পরিবার থেকেই বাংলা ভাষার সঠিক চর্চা শুরু হোক

সোমা মুৎসুদ্দী | শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

কিছুদিন পরেই আসবে মহান একুশে ফেব্রুয়ারি। জাতির সূর্য সন্তান ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাদের আমরা শ্রদ্ধার সাথে স্বরণ করবো শহীদ মিনারে গিয়ে। কিন্তু মাতৃভাষা সঠিক চর্চার বিষয়টা আমাদের পরিবার থেকে শুরু করতে হবে বিশেষ করে বাচ্চাদের প্রতি আলাদা নজর দিয়ে। তারা যেনো শুদ্ধরূপে কথা বলতে পারে, গান গাইতে পারে, আবৃত্তি চর্চা করতে পারে সেই শিক্ষাটাই আমাদের অভিভাবকদের দিতে হবে ও যত্ন নিতে হবে। আমাদের মনে রাখতে হবে আজকের শিশু আমাগীদিনের ভবিষ্যৎ। ওদের মাঝেই লুকিয়ে আছে আগামীদিনের দেশ গড়ার কারিগর। সেই সাথে পাঠ্যবইতে শহীদদের সঠিক পরিচিতি ও অবদান তুলে ধরতে হবে ও পিতা মাতাকে বীর শহীদের অবদানের কথা সন্তানকে বলতে হবে তবেই তারা তাদের অবদানের কথা জানতে পারবো। নিজেকেও একজন যোগ্য মানুষ হিসেবে তৈরি করতে পারবো। শুধু একদিন নয় প্রতিদিনই হোক আমাদের মাতৃভাষা দিবস ও চর্চা আর একটি পরিবারের অভিভাবকরাই পারেন সঠিক মাতৃভাষা চর্চার মাধ্যমে সন্তান ও দেশকে এগিয়ে নিতে।

পূর্ববর্তী নিবন্ধঅত্যাচারী তুমি মানুষ নও
পরবর্তী নিবন্ধমনে পড়ে, মন পোড়ে