পরিবারের সদস্যদের সাথে নিয়ে নারীদের এগিয়ে যেতে হবে

নারী নেটওয়ার্কের সমন্বয় সভায় অভিমত

| বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

খান ফাউন্ডেশনের ‘অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প’ চট্টগ্রাম জেলার উদ্যোগে চট্টগ্রাম উইম্যান চেম্বারে বিভিন্ন পর্যায়ের নারী নেটওয়াকের্র সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী। বানাজা ভূইয়া নিশির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, উত্তর জেলা মহিলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশু, চট্টগ্রাম মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুপতা বড়ুয়া, অ্যাডভোকেট দিল আফরোজ,অ্যাডভোকেট জিন্নাত আমিন। মুক্ত আলোচনায় অংশ নেন নার্গিস বিনতে ইসলাম, উম্মে সাজিয়া সুলতানা, নাছিমা আক্তার, বিলকিস সুলতানা, রাবেয়া আক্তার, কাঞ্চন আক্তার, রেহেনা খাতুন। উপস্থাপনায় ছিলেন মো. আবু ছালাম।

বক্তারা বলেন, পরিবারের সদস্যদের সাথে সমঝোতার মাধ্যমে নারীদের সামনে এগিয়ে যেতে হবে। নারী পুরুষের কোন পার্থক্য না রেখে সমানভাবে এগিয়ে যেতে হবে। সভায় নারী-শিশুদের আইনগত সহায়তা প্রদানে সকল নেটওয়ার্ক একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ৫০ হাজার ঘনফুট বালু জব্দ
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর প্রাণনাশের হুমকির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ