প্রধানমন্ত্রীর প্রাণনাশের হুমকির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ

| বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

নগর যুবলীগ : যুবলীগের কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য আসিফ মাহমুদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব সম্মুখে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন সাইফুর রহমান পলাশ, নাদিম পাটোয়ারী, মো. মহসিন, রেফায়েত হোসেন রিপন, রিয়াজুর রহমান জিবন, শরিফুর রহমান রিয়াজ, জিয়া উদ্দিন রানা, মো. মামুন, মোহাম্মদ রাসেল, সাইফুল ইসলাম, মো. নিজাম, মো. ইসমাইল, মো. জামাল, মাসুদ পারভেজ, দিপন কান্তি নাথ, শাহাজাদা খোরশেদ, হাসান সবুজ, মো. আবছার, কছির উদ্দিন লিটন, আমির হামজা, এস এম সাদিদ ওহাব প্রমুখ।

সাতকানিয়া- লোহাগাড়া মহিলা আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সাতকানিয়া- লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাতকানিয়া- লোহাগাড়া মহিলা আওয়ামী লীগ। গত মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরী। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মমতাজের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেসমিন আক্তার, কহিনুর আক্তার, জান্নাতুল ফেরদৌস বকুল, কাউন্সিলর আফরোজা আক্তার শারমিন, নারগিস আক্তার মুন্নী, হামিদা বেগম, সুলেখা বড়ুয়া, নিলুপা আক্তার, জিনিয়া আক্তার, নুর নাহার, হাসিনা আক্তার, ফরিদা ইয়াসমিন প্রমুখ।প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র হুমকি- ধমকি মেনে নেয়া হবে না। তিনি বলেন, দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে।

ডবলমুরিং থানা শ্রমিক লীগ : ডবলমুরিং থানা জাতীয় শ্রমিক লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ সভাপতি মো. দেলোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসেন বাচ্চুর সঞ্চালনায় গত ৫ জুন অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর জাতীয় শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান। অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতার উদ্দিন আহম্মদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আমির হোসেন বাচ্চু, শাহিনুর আক্তার, মো. জাহাঙ্গীর, সাইফুল ইসলাম চৌধুরী, মোস্তফা কামাল টিপু, আবদুল মামুন জামশেদ, মোরশেদ, আবু তাহের জিহাদী, নুর আবসার, মো. রাজা মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবারের সদস্যদের সাথে নিয়ে নারীদের এগিয়ে যেতে হবে
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুর সুরক্ষা ও উন্নয়ন শীর্ষক সেমিনার