পরিচ্ছন্ন চবি ক্যাম্পাস চাই

| সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

আমার দৃষ্টিতে এদেশের প্রাকৃতিক দৃশ্যবলিতে সব থেকে সুন্দর বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টি প্রাকৃতিক সুন্দর্যের আধার। শুধু প্রাকৃতিক দিক দিয়ে সুন্দর হলে হবে না। সব থেকে গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ক্যাম্পাকে সুন্দর রাখা। একটি সুন্দর ক্যাম্পাস শিক্ষার্থীদের মানসিকতা ও চিন্তাধারায় দারণ প্রভাব ফেলে। শিক্ষার্থীরা হয় পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের। সেটার জন্য দরকার ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখা। অথচ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা খুবই করুণ। নোংরা ও অপরিচ্ছন্ন। বিশেষ করে, শহীদ মিনার, বুদ্ধিজীবী চত্বর, মুক্ত মঞ্চ, কেন্দ্রীয় খেলার মাঠ, সোহরাওয়ার্দী হলের সামনের প্রাঙ্গণ। ডাস্টবিন থাকা সত্ত্বেও ময়লা আবর্জনা ফেলা হচ্ছে যেখানে সেখানে। অপরিচ্ছন্ন ক্যাম্পাস থাকা দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বেমানান। এজন্য প্রথমে আমাদের নিজেদেরকে আরো সচেতন হতে হবে। আমি আশা করছি, চবি প্রশাসন খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে।

মোস্তফা কামাল

শিক্ষার্থী,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধকাজী ইমদাদুল হক : শিক্ষাবিদ ও সাহিত্যিক
পরবর্তী নিবন্ধসচেতন হই, দেশ রক্ষা করি