পরিকল্পিতভাবে চট্টগ্রামের উন্নয়ন করা গেলে সবাই উপকৃত হবেন

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৯:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেছেন, চট্টগ্রামে অনেক বীরের জন্ম। সর্বস্তরের উন্নয়ন কামী মানুষকে এক জায়গায় নিয়ে আসতে পারলে চট্টগ্রাম এগিয়ে যাবে। পরিকল্পিতভাবে চট্টগ্রামের উন্নয়ন করা গেলে সবাই উপকৃত হবেন। জলাবদ্ধতা, দূষণ ও যানজট মুক্ত বিশ্বমানের স্মার্ট চট্টগ্রাম গড়ে তুলতে সকল শ্রেণী পেশার মানুষের সাথে সরকারের মেলবন্ধনে ভূমিকা নেবে নাগরিক ফোরাম। তবেই শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এর স্বপ্ন বাস্তবায়ন হবে।

গত বৃহস্পতিবার বিকালে পৌরসভার একটি রেস্টুরেন্টে হাটহাজারী উপজেলা ও পৌরসভা শাখা কমিটি গঠন উপলক্ষে এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত বিশেষ সভা হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, সাংবাদিক মোহাম্মদ হোসেন ও খোরশেদ আলম শিমুল।

সভায় বক্তব্য রাখেন হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মো. আবু তালেব ও তরিকুল কালাম তুহিন। সভায় বক্তারা চট্টগ্রাম নাগরিক ফোরামের হাটহাজারী শাখার নেতৃবৃন্দ টেকসই গতিশীল উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপক ভাবে ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছড়াকার তসলিম খাঁ, মোহাম্মদ মহিউদ্দিন, দেলোয়ার জিসান এবং এবিএস জীবন প্রমুখ।

এদিকে, সভায় সর্বসম্মতিক্রমে হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়াকে সভাপতি ও সাংবাদিক মো. আবু তালেবকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শ্রমিক লীগকে ঐক্যবদ্ধ হতে হবে