পবিত্র ভালোবাসায় বছরের ৩৬৫ দিন

হাবিবুল হক বিপ্লব | সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

এ কেমন ভালোবাসা, এ কেমন ভালোবাসা দিবস? সাধু ভ্যালেন্টাইন প্রাণ দিয়েছিলেন গণতন্ত্রের তরে, অধিকারের তরে, আর আমরা সেই আত্মত্যাগকে বানিয়েছি ব্যবসার হাতিয়ার, বেল্লাপনার বেসাতি হিসেবে। ভালোবাসা দিবসের নামে সারাদেশের বৈধ অবৈধ বারগুলোতে মদের স্টক বাড়ানো হয়, তথাকথিত আবাসিক হোটেল, রেস্ট হাউসগুলোতে নারী দেহের মজুত বাড়ানো হয়, অনলাইনে পতিতাবৃত্তি ও অশ্লীলতার ধামাকা অফারের প্যাকেজ বন্যা, ধিক্কার জানাই এমন দিবসের চর্চা কে, যে দিবস ভালোবাসা কে পণ্য বানিয়ে দেয়, যে দিবস ভালোবাসাকে পংকিল কলুষিত করে। আসুন সকলে সাধু ভ্যালেন্টাইন এর মহত্ত্বকে ধারণ করি এবং পূত পবিত্র ভালোবাসায় বছরের ৩৬৫ দিন ভরিয়ে রাখি আমার প্রিয় এই গ্রহ পৃথিবীকে। জয় হোক ভালোবাসার, জয় হোক মানুষের জয় হোক মানবতার।

পূর্ববর্তী নিবন্ধট্রেন ভ্রমণে যাত্রীরা যেন আগ্রহ হারিয়ে না ফেলে
পরবর্তী নিবন্ধবসন্তের আগমনে