পদ পদবী প্রতিষ্ঠানের সমূহ ক্ষতি

রুমানা নাওয়ার | শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৮:৫১ পূর্বাহ্ণ

অযোগ্য লোকেরা আস্ফালন করে বেশি। কোনো ক্ষমতাবলে এরা গুরুত্বপূর্ণ পদে আসীন হলে জাতপাত চিনিয়ে দেয়। নিজেকে বারাক ওবামা ভাবতে শুরু করে। আচার আচরণ কথাবার্তায় কি ঠাটবাট। যেন সবজান্তা শমসের। আশপাশের সব মানুষ কে তার ছাত্র মনে করে। নিজের মুরোদ তো নেই তাই সবাই কে সন্দেহের চোখে দেখে। মনে করে গোটা পৃথিবী তার শত্রু। পারলে বন্দুক উঁচিয়ে বসে থাকে। কতো কতো মেধাবী যোগ্যতা সম্পন্ন মানুষ বেকার জীবন-যাপন করছে। অগুরুত্বপূর্ণ কেরানীর জীবন তাদের। এসব দেখে দেখে আফসোস হয়। মনের ভিতর ভাবনা ঘুরপাক খায়। এ কেমন অনিয়ম অবিচার। যে লোক যে পদের যোগ্য সে ঐ পদে আসীন হলে দেশটা সোনার বাংলাদেশ হতো। এসব অযোগ্য মানুষের কারণে আমরা জাতি হিসেবে অনেক পিছিয়ে। কি শিক্ষায় কি ব্যবসা-বাণিজ্যে কি সংস্কৃতিতে। এরা জানে না যতটুক মুখ চলে দ্বিগুণ। মুখে রাজ্য জয়ের ইতিহাস। আর এসব লোকেরা পদ আর পদবীর অধিকারী হলে তো কথাই নেই। লুটেপুটে খাওয়ার মানসিকতা এদের। না সমাজ না প্রতিষ্ঠান না রাষ্ট্র উপকৃত হয় এদের দ্বারা। বরঞ্চ দিনের পর দিন এদের অনিয়ম স্বেচ্ছাচারিতায় দেউলিয়া হতে বসে প্রতিষ্ঠান। তলে তলে ধ্বংস হয়ে যায় প্রতিষ্ঠানের অবকাঠামো। নিজের আখের গোছানোর তালে থাকে এরা। দেশ কোথায় গেলো জাতির কি ক্ষতি হলো আদতে থোড়াই কেয়ার করে। আগে নিজের পকেট ভরি। জাহান্নামে যাক বাকি সব। এদের মুখে আবার নীতিকথাও শোনা যায় বেশ। ধর্ম তো মোক্ষম অস্ত্র। নিজেকে ভীষণ ধার্মিকভাবে। মানবসেবা জনসেবা এসবের বুলিও কপচায়। মহান পেশার লেবাসধারী এসব মানুষকে শতমুখে ধিক্কার।

পূর্ববর্তী নিবন্ধমানুষের পাশে দাঁড়াতে হবে
পরবর্তী নিবন্ধসবার উপরে মানুষ সত্য