পথশিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| রবিবার , ২৪ অক্টোবর, ২০২১ at ৯:১৮ পূর্বাহ্ণ

নানা আয়োজনের মধ্য দিয়ে গত ২২ অক্টোবর চট্টগ্রাম একাডেমিতে পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপিত হয়েছে। মোহাম্মদ মনসুরের সঞ্চালনায় ও সংগঠনের চেয়ারম্যান আলমগীর বাদশার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ ও কলামিস্ট ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শওকত হোসেন। উদ্বোধক ছিলেন সার্ক মানবাধিকারের বিভাগী সহ সভাপতি এম এ আজিজ, বিশেষ অতিথি ছিলেন আল-আকসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রবিউল ইসলাম রাফি, আল্লামা ওবায়দুল হক (রহ.) সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ খান সিরাজী, মানবিকতা নরসিংদী সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আজিজুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলাউদ্দিন আরাফাত। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর, মো. মামুন, মিনহাজ বাঙ্গালী, রুবিনা আক্তার, মোহাম্মদ আলী, উৎপল কুমার দাস, ইউছুফ জালাল, মোহাম্মদ রাশেদ খান রণি, সাঈদা আক্তার বৃষ্টি, আফসানা আক্তার মিমি, রুনা প্রমুখ। পরে অতিথিদের নিয়ে কেক কাটা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফখরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান রুখতে হবে