পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা না পেয়ে হামলা, আহত ৬

গন্ডামারা কয়লাবিদ্যুৎ প্রকল্প

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ৬:৪২ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রের পণ্যবাহী ট্রাকে পণ্য পরিবহন নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকাল তিনটার দিকে হামলার ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৬ ব্যক্তি। এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে ঘটনার পর বাঁশখালী থানা পুলিশের গন্ডামারা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আরিফুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গন্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কতিপয় যুবক কয়লা বিদ্যুৎকেন্দ্রের জন্য আনয়নকৃত বালু-সিমেন্টসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক হতে চাঁদা উত্তোলন ও মোটা অংকের অর্থ দাবি করে আসছিল। পণ্যবাহী ট্রাক চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার বিকালে বালু প্রদানকারী সিন্ডিকেট সদস্যদের উপর দা-কিরিচ নিয়ে হামলা করে বখাটের দল। হামলায় বালু প্রদানকারী সিন্ডিকেট সদস্য আনোয়ার (২৯), আনিস (২৪), কাইচার (২৫) ও ওসমান গনী (২৭) কে আহত করে। আহতদের প্রথমে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে গন্ডামারা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই আরিফুল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসাগরতীরে শুটকি তৈরির ধুম
পরবর্তী নিবন্ধভাই নয়, যুবলীগ চলবে শেখ হাসিনার নির্দেশে : নিখিল