পণ্ডিত বিজন কুমার চৌধুরীর স্মরণানুষ্ঠান আগামীকাল

| শুক্রবার , ২৪ সেপ্টেম্বর, ২০২১ at ১০:০৩ পূর্বাহ্ণ

শাস্ত্রীয় সঙ্গীত জগতের প্রবাদপ্রতিম দেশ বরেণ্য তবলাশিল্পী পণ্ডিত বিজন কুমার চৌধুরীর ৭ম মহা প্রয়াণ উপলক্ষে স্মৃতি চারণ ও উচ্চাঙ্গসংগীতানুষ্ঠান আগামীকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের এ কে খান স্মৃতি মিলনায়তন ফুলকিতে অনুষ্ঠিত হবে। সভায় আমন্ত্রিত অতিথি থাকবেন কবি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর হোসাইন কবির, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক এসএম আবুল হোসেন, উচ্চাঙ্গসংগীত শিল্পী পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী।
সভাপতিত্ব করবেন ডা. মো. রেয়াজুল হক, পরিচালক বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তর চট্টগ্রাম। উচ্চাঙ্গসংগীত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আনন্দী সঙ্গীত একাডেমির শিক্ষার্থীরা। তবলা লহড়া পরিচালনায় থাকবেন শিল্পী সুরজিৎ সেন। একক তবলা লহড়া পরিবেশন করবেন শিল্পী সুদেব কুমার দাশ, শিল্পী রিটন কুমার ধর, শিল্পী রণবীর দাশ, শিল্পী প্রনব ভট্টাচার্য, শিল্পী সম্পদ বড়ুয়া। অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন তূর্ণা বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইপিজেড এলাকা থেকে দুই চোর ও দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধতানজিয়া আলম