পটিয়ায় সোহেল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ নভেম্বর, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

পটিয়ায় চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার প্রধান আসামি কায়েছকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম রুটের সীতাকুণ্ড এলাকার একটি চেয়ারকোচ থেকে কায়েছকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আধিপত্য নিয়ে গত ২২ এপ্রিল উপজেলার বুধপুরা বাজার এলাকায় কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেলকে (৩৮) ছুরিকাঘাতে খুন করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান কাসেম বাদী হয়ে বিএনপি নেতা মোহাম্মদ কায়েছকে প্রধান ও মোহাম্মদ শরীফ, মোহাম্মদ মনছুর, মোহাম্মদ সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর, জসিমুল আনোয়ার খাঁন, মোহাম্মদ আজগর, কায়সার উদ্দিন জনিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে আসামি মো. শরীফ ও মো. মনছুর কারাগারে রয়েছেন এবং কায়েছ দীর্ঘদিন পলাতক ছিল।

পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন, সোহেল হত্যা মামলার পলাতক আসামি মো. কায়েছকে দীর্ঘদিন পর গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআকলিমা বেগম
পরবর্তী নিবন্ধনুর মোহাম্মদ